Thursday 2 July 2020

ঢাকাই মাল্লার


নেমে আসলে থেকেই যাবে
বৃষ্টি ভাবুন বৃষ্টি লিখুন পরান জুড়ানিয়া চরম বৃষ্টির ব্লেড
`মেহা ঝরো ঝরো বারাসাত রে`
`রেইন ড্রপস কিপ ফলিং অন মাই হেড`

রোদ খটখট তো কি হৈসে  
সুন্দরি ক্যাথরিন রস সাইকেলের হ্যান্ডেলে চড়সে 
বাউলার হ্যাট মাথায় পল নিউম্যান প্যাডেল মারে জোরসে
খালি পা সাদা নাইটিতে ক্যাথরিন ঝুলন্ত আপেল পাড়সে  

সাইকেল তারপর গরুর খোলা খোয়াড়ে চিতপটাং
বিশাল পেষল ষাড় শিং চায়ে ধেয়ে এলো
শহীদ কাদরীর বৃষ্টিকে `সহসা সন্ত্রাস ছুঁলো`
সবাই মিলে ঘোরে-বেঘোরে বৃষ্টির কথা বলো

এস এম শফির `দি রেইন` সিনেমাতে অলিভিয়া গাইলো
গাজি মাজহারুলের লেখা `চঞ্চলা হাওয়া রে ফিরে ফিরে চল রে...
আয় রে মেঘ আয় রে...`
জাকাউর রাহমান খাতির জমায়ে গানটা উর্দুতে অনুবাদ করলো

লাল টাইট লেহেঙ্গাতে বল্লরি আলতো দোলায়ে
রুপসি অলিভিয়া মিলালো গলা রুনা লায়লার দরবারি কণ্ঠে
গাছতলে শোয়া ওয়াসিম রাজকুমার ঘুম ভেঙে ফ্যালফ্যাল
তার কিছুদিন আগে ধানমন্ডি এক নারকিয় নাটকে রক্তেল

মাটিতে নামার আগে মনে মনে দাও বৃষ্টির রিহার্সেল
জেলখানাতে আর মুক্ত বিছানাতে জমাও তুমুল বিপুল কাদা
কথা কও হাসেদের প্যাকপ্যাকে এবং একে অন্যকে ছিটাও প্যাক
প্যাক-খ্যালা শেষে লৌকিক চিচিঙ্গা ভিজাও অলৌকিক সপ্তডিঙ্গায়

তারপর খুলে বসো কালিদাসের বৃষ্টিবিরহি কাব্যনাটক `মেঘদূতম`
আপোলিনেয়ারের `ইল প্লু` ক্যালিগ্রামসে অক্ষরদের পুলক চরম
পশলা পশলা এসব জল্পনা ঘটছে ঢাকাই এক ছয় ফুটি দেহকোষে
বাংলাদেশের বাদলা ধরো ব্রিটানি পারের নিলাঞ্জন ক্রিস্টাল কলসে

রবীন্দ্রনাথ ভাষাকে খুলেছিল বর্ষার ঝাপ্টায়
জীবনানন্দ হন্যে হয়ে তন্ন তন্ন খুজেছিল বৃষ্টির অভিধান
`কেমন বৃষ্টি ঝরে, মধুর বৃষ্টি ঝরে, ঘাসে যে বৃষ্টি ঝরে`
ভক্ত বিনয়ের `অঘ্রানের অনুভুতিমালা` জ্যামিতিক বৃষ্টির সংবিধান

শ্রাবনের মহারাজা লিখেছিল,
`তোমাদের উঠোনে কি বৃষ্টি নামে? রেলগাড়ি থামে?`
আবিদ আজাদের লিরিক সংলগ্ন চাকা হ্যাচকা ব্রেকে
গড়ায়েছিলাম বৃষ্টিদাপানো ভাঙা-লিরিকের অসংলগ্ন খামে

যার বৃষ্টি তার কাছে রাষ্ট্রের কিছু বলার নাই
রাষ্ট্রযন্ত্র কি তবে পুরুষ পদকর্তা
যে কবিদের নাম নিলাম তারাও তো সকলে পুরুষ
বৃষ্টি নিয়ে কি বাঙালি নারিদের কবিতা লিখতে নাই

পুরুষের নাম বৃষ্টি হলে কিন্তু মানায় না
পারিবারিক হিন্দু বা মুসলিম আইনের টালবাহানা
বৃষ্টিতেও কি বাঙালি নারির কেবল অর্ধেক অধিকার
যানবাহনে নির্ধারিত মহিলা সিট নিয়ে যেরকম পুরুষের বিকার

পলকা বৃষ্টিপাতের আদলে এমিলি ডিকিনসন,
`কয়েক ফোটা  গেল ঝর্নায়, ঝর্নাজল   গড়ালো সাগরে`
আন সেক্সটনে গর্জালো বজ্রপাতসহ ভারি বর্ষন 
`লাল পিপড়ার ঝাক-ঝাক  হুলে বৃষ্টি ঝাপালো আমার জানালায়`

মিরা বাইর খেয়ালে বেখেয়াল কিশোরি আমানকার
তানসেনের স্বরলিপি গাইছে কুইনের ফ্রেডি মার্কারি
তেরছাকাটা দমকা বৃষ্টির নো অর্ডার নো বর্ডার
গা ভেজাচ্ছে অথচ ফোঁটাগুলোর এখনো জন্ম হয় নাই

বৃষ্টি স্বতস্ফূর্ত নয় বৃষ্টি একটা প্রক্রিয়াজাত রসায়ন
কাছে যাবে কিনা তা যার যার তার তার
বৃষ্টি  হত্যাকারিদের ভেবে `রেংগুন সনেটগুচ্ছে` লিখেছিলাম,
`বৃষ্টি হলে ছাতা খুলতে নাই বৃষ্টি সবুজকে ভেজায়`

গুড়ি গুড়ি লাগাতার স্নায়ুতে বেতার তরঙ্গ
ছত্রভঙ্গ বিন্দুগুলোর ধাওয়া পালটা ধাওয়া
বোঝার আগেই চারপাশ উতল সাগরের হাওয়া
মাছকুমারি  ফিরে পাচ্ছে মাছকুমারের সঙ্গ

কারন ওরা বৃষ্টির কথা বলছিল বৃষ্টির কথা লিখছিল
লাল সুরকির স্মৃতি শো শো স্লো মোশন ভরা বাদলে
বৃষ্টিবাজিয়ে পাইপারের পিছু পিছু
ঘরবন্ধ চাবিটা ছুড়ে ফেলেছিল ঘরবাসরের বাইরে

বুঝুন অবস্থা
বৃষ্টির কাটাচামচে গাথা চকবাজারি গাজরি মোরব্বা
শহরজুড়ে জানালা দরজা খোলা কোনো রকম পর্দা নাই
খুশবাত বাসিন্দারা ভিজে একেবারে কাই

ভেজা দেহে নবদম্পতিরা হাত বাড়ালো
বৃষ্টির ক্রসফায়ারে বৃষ্টির মাল্লারে
চর কামরাঙ্গিতে একটা চাপা কিন্তু তিব্র লণ্ডভণ্ড
চানখার পুলে বাজের শব্দে আজম খানের ক্রেসেন্ডো

'রেইন ড্রপস কিপ ফলিং অন মাই হেড`
'মেহা ঝরো ঝরো বারাসাত রে`

নেমে আসলে থেকেই যাবে
বৃষ্টি ভাবুন বৃষ্টি লিখুন পরান জুড়ানিয়া চরম বৃষ্টির ব্লেড

চয়ন খায়রুল হাবিব
জুলাই ১৬, ২০১৯
ব্রিটানি, ফ্রান্স

Photo by Jibon Ahmed