Wednesday 25 November 2020

মারাডোনা : আঘনের রুপকথায়


প্রতিদিন দুলে বেড়াই সে ফুটবল দুনিয়াতে
যে ফুটবল মারাডোনাকে  দোলায়
গোলবারে গোল গোল গোল সোরগোল ভেদ করে
একটা মানুষের ইতিহাস আমাদের সবার ইতিহাসের মাঠে
বাংলার ধানক্ষেত ধেয়ে এলো বুয়েনস আইরেসের বস্তিতে

আউশ গতিতে ছুটে এলো আঘন মাসের কোলাহল
আমন ফুলে ফেঁপে ভাত আর ভাত ফুলে হলো ফুটবল

ব্রিটানির সাগরপারে গল্পের ভেতর গল্পের কল নেড়ে
ছেলে মাতিসের সাথে ২০১৯এর ভ্যান শহরে
দেখেছিলাম আসিফ কাপাডিয়ার মারাডোনা বায়োস্কোপ
বৃষ্টি পড়ছিলো সেদিন নাইন টেন টেলিস্কোপ

প্রাসাদে মহানরম পালঙ্কে মনে পড়ে গেলো : 
মাটি আর খড়ের কুড়েঘরে
কাঠের দরোজাওয়ালা প্রথম বাড়ি
সবকিছু বিক্রি হতো ওখানে সুই সুতা থেকে শুরু করে
ভাজাভুজির বাসনকোসনসহ তামাকের প্যাকেট
ভাঙ্গাচোরা রোয়াকে বসে দিনখাটা মজদুরেরা জটলা পাকিয়ে
মদ খেতো আর চাপাবাজিতে আসর মাতাতো

ঐ ভেল্কিবাজ চাপাবাজদের সবাই মারাডোনার চাচাচাচি মামামামি 
এমনসব ফুটবল খেলার বয়ান ওরা দিতো যেগুলো কখনো ঘটে নাই
কিন্তু সে খেলাগুলো স্বপ্নে দেখতে মুখিয়ে থাকতো ওদের সবাই 
বলার গুনে খেলাগুলো হয়ে উঠতো জীবন্ত সত্য
ছুটন্ত কামান গোলার মত
ছুটে আসছে অথচ দেখা যাচ্ছে না

মোজায় ভরা বল খেলতে খেলতে 
গল্পাচার্যদের বানোয়াট গুলতানি থেকে 
পিচ্চি মারাডোনা শিখতো না শেখার ভান করে
শুনতো না শোনার ভান করে 

তাকিয়ে তাকিয়ে দেখতো রাস্তা ধরে চলে যাওয়া
কচ্ছপগতির সে-সময়কার টি-মডেলের ফোর্ড মোটরযান
নিস্পৃহ গদাই লস্করি যাদুঘরের প্রত্নতাত্ত্বিক সামগ্রী
এখনকার পরিবেশখোর ধাবমান সময়ের মোটরগাড়ি থেকে একেবারে ভিন্ন

যেহেতু ঐ চাপাবাজদের কোনো টাকাকড়ি গাড়িবাড়ি ছিলো না
যখন ওর হাতে আসলো কল্পনাতীত টাকা
তা দিয়ে কি করবে সে আর বুঝতে পারলো না
আশা ভালোবাসার দোলাচল পথ খুজে পায় রূপকথার জাবরে

সাগরমত এক নদীর ধারে স্প্রিং এর চাবি আটা
পানের বাটা হাতে মনিমালা পায়ে পায়ে আগায়
ঢেউ এর পর ঢেউ ঢেউ চাঁদমাখা মুক্তামালা বিবিয়ানা
তাজা বাতাসের বৈঠকখানায় চিরস্থায়ী এখন রাজকুমার মারাডোনা

আউশ গতিতে ছুটে এলো আঘন মাসের কোলাহল
আমন ফুলে ফেঁপে ভাত আর ভাত ফুলে হলো ফুটবল


চয়ন খায়রুল হাবিব
২৫/১১/২০
ব্রিটানি, ফ্রান্স