Monday, 7 April 2025

।। আলতা এবং মায়ার গল্প।।

।।লুপ্ত, ভয়াল নেকড়ের ফিরে আসা এবং অমরতার দিকে আরেক ধাপ।।

যখন দুনিয়ার এদিক, ওদিক ভয়াবহ সব হানাহানি এবং প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, বংশানু বিজ্ঞানীরা গবেষণাগারে ফিরিয়ে এনেছে ১০,০০০ বছর আগে নিশ্চিহ্ন হয়ে যাওয়া ডায়ার উলফ বা ভয়াল নেকড়ে।

Saturday, 5 April 2025

।।নতুন আদরের জন্ম।।

।।পাচটি প্রেমের সনেট।।


আনমনে আলতো হাত গালে দিয়ে রাখো।

নিজের আদরের পরশ নিজের সাথে মাখো।

রবীন্দ্রনাথের পৃষ্ঠা উল্টে পাল্টে পাস্তেরনাকের লারা
রাজু ভাস্কর্যের পাশে মিছিলের ঘামে দিশাহারা,
তোমাকে কি আমরা মূর্তিমান শরতকাল ডাকবো?
কিন্তু সব ঋতু ছুটে এসে তোমার হাতে হাত ধরতে চায়!

।।চারটি প্রেমের সনেট।।

শহীদ কাদরী, পিয়ারী বেগম, আবুল হাসান, সুরাইয়া খানমকে


১ শহীদ কাদরী :


কি করে য্যানো

শহীদ কাদরী বুঝতে পেরেছিলো,

আবুল হাসান এবং তার প্রেমিকা সুরাইয়াও,

পালিয়ে বেঁচেছিলো। কোথায় পালিয়েছিলো?

বিলীনা।।প্রেমের কবিতা।।


প্রিয় বিলীনা,
তোমাকে কখনো নাম ধরে ডাকি না,
অথচ ডাকার মত কেবল তুমিই একমাত্র নাম,
শব্দ না করেও নীরবতাকে হাজার শব্দে দোলাও।

Saturday, 8 March 2025

শকুন্তলা আজকাল ।। মঞ্চ নাটকের একাংশ ।।

বিশ্ব নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে প্রকাশিত। রাজা রবি ভার্মার 'শকুন্তলা' তেলচিত্র  এবং 'রাং রাসিয়া' চলচ্চিত্রের ক্রিটক সহ।


Shakuntala painting by Raja Ravi Varma

'শকুন্তলা আজকাল' আমার সম্প্রতি সমাপ্ত একক অভিনয় ভিত্তিক পাঁচ অঙ্কের পুর্নাঙ্গ নাটক। দুটি চরিত্র এখানে, অরণ্যচারী শকুন্তলা, অধ্যাপিকা মেনকা। নাটকটির প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে দুষ্মন্তের খোঁজে  শকুন্তলার সাইকেডেলিক যাত্রাপথ, পঞ্চম অঙ্কে অধ্যাপিকা মেনকার কাছে ছাত্রছাত্রীদের জমা দেয়া রাজা রবি ভার্মার শকুন্তলা তেলচিত্রের ক্রিটিক এখানে দেয়া হলো। স্বত্ব সংরক্ষিত। চয়ন খায়রুল হাবিব।

Friday, 28 February 2025

মানুষ কেন পড়ে?

একজন আলোকচিত্রীর কি  এবং কিভাবে পড়া উচিত?



মানুষ পড়ে পরিশীলিত হতে, আনন্দ পেতে, দৃষ্টিভঙ্গি বাড়াতে, প্রতিযোগিতায় টিকে থাকতে এবং বাস্তবতা থেকে সাময়িক মুক্তি পেতে।

Thursday, 27 February 2025

নাটক : মাংসের স্বপ্ন, হাড়ের খেলা

।।জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ সিরিজ অবলম্বনে।।

স্নায়বিক এবং হৃদপিণ্ডের দুর্বলতায় ভুগলে এ নাটকটি পড়া এবং দেখা থেকে বিরত থাকবার অনুরোধ।লেখক।


এখানে ১৯৪৩/৪৪ বাংলার মন্বন্তর ভিত্তিক জয়নুল আবেদিনের "দুর্ভিক্ষ সিরিজ"-এ ক্ষুৎপীড়িতের সংগ্রাম, পাশবিক বিকারগ্রস্থতা, উন্মত্ততার সঙ্গে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া গণজাগরণ ও গণহত্যার প্রসঙ্গ যুক্ত করেছি, ঐতিহাসিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে। এখানে মানুষ অপর জীবন্ত মানুষের মাংস খেতে উদ্যত, লাশ থেকে মাংস ছিঁড়ে নিচ্ছে, কুকুর মেরে খাচ্ছে, গণ- কবরে গিয়ে লুকোচ্ছে, সেগুলো নিয়ে কথা বলছে।

Saturday, 4 January 2025

৪৩/৪৭ :

অশনিসংকেত, দুর্ভিক্ষ সিরিজ, আত্মজা ও একটি করবী গাছ


সত্যজিৎ, জয়নুল এবং হাসান আজিজুল হক

প্রাককথন 

‘নন্দন বিশ্বমেলা - ২০২৫’এ আমি একটি থিমেটিক কিউরেটিং চিন্তা করছি, যাতে মিশ্রকলার জায়গা থেকে হাসান আজিজুল হক, সত্যজিৎ রায় এবং জয়নুল আবেদিনের কাজের আবহে ১৯৪৩ থেকে ১৯৪৭ সময় পরিক্রমা উঠে আসে। একই ‘নন্দন বিশ্বমেলাতে’ যেরকম বেহুলা থিম কেন্দ্র করে ‘মঙ্গল কাব্য’, জহির রায়হান এবং জীবনানন্দ পাশাপাশি প্রদর্শিত হবে, এই ‘৪৩/৪৭’ থিমটিও তেমন।