Tuesday, 15 April 2025

।।কোকো শ্যানেল, দালির পরাবাস্তবতায়।।

১৪৩২ এ প্রথম সনেট : 

আমার চিত্রকলা এবং ফ্যাশন বিষয়ক ধারাভাষ্যের অংশ।

The Friendship of Salvador Dalí and Coco Chanel. By Salvador Dalí, Apparition of the face and fruit dish on a beach, 1938, Wadsworth Atheneum Museum of Art, Hartford, Connecticut, USA. Fundació Gala-Salvador Dalí.

কোকো শ্যানেল, দালির পরাবাস্তবতায় : 

প্রেম মানে অতিপ্রেম বাড়াবাড়ি

চ্যানেল পারের কোকো শ্যানেলের সাথে

বঙ্গোপসাগরের নারকেল তেলের কাড়াকাড়ি

দেহ বাঁধো রোদে সেঁকা পঙ্খীরাজ চামড়ার রথে

তার পর পুড়ে পুড়ে উড়ে যাও 

ঘুড়িতে, বেলুনে, তালের পাঙ্খায় ছন্দ নাচাও

মন ভালো থাকলেও চোদ্দপদী চাল

মন খারাপ হলেও সনেটে মাতাল 


কোকো শ্যানেল যা করতো তাই ফ্যাশন

হুলুস্থলু বাধায়ে হঠাৎ ওর গা গেলো রোদে পুড়ে 

তার আগে ফরাসিরা করতো না সুর্যস্নান সাগরের পাড়ে

অঘ্রানের বদলে এখন যেমন বৈশাখে জাগে বাংলা সন


দালি পরাবাস্তবতায় বুঁদ কোকো মাদমোয়াজেল পারফিউম।

চয়ন, জেগে আছো, না কি গরম কালের স্বপ্নাহত ভাতঘুম!



চয়ন খায়রুল হাবিব 

১৫/০৪/২৫

ব্রিটানি, ফ্রান্স