১৪৩২ এ প্রথম সনেট :
আমার চিত্রকলা এবং ফ্যাশন বিষয়ক ধারাভাষ্যের অংশ।
কোকো শ্যানেল, দালির পরাবাস্তবতায় :
প্রেম মানে অতিপ্রেম বাড়াবাড়ি
চ্যানেল পারের কোকো শ্যানেলের সাথে
বঙ্গোপসাগরের নারকেল তেলের কাড়াকাড়ি
দেহ বাঁধো রোদে সেঁকা পঙ্খীরাজ চামড়ার রথে
তার পর পুড়ে পুড়ে উড়ে যাও
ঘুড়িতে, বেলুনে, তালের পাঙ্খায় ছন্দ নাচাও
মন ভালো থাকলেও চোদ্দপদী চাল
মন খারাপ হলেও সনেটে মাতাল
কোকো শ্যানেল যা করতো তাই ফ্যাশন
হুলুস্থলু বাধায়ে হঠাৎ ওর গা গেলো রোদে পুড়ে
তার আগে ফরাসিরা করতো না সুর্যস্নান সাগরের পাড়ে
অঘ্রানের বদলে এখন যেমন বৈশাখে জাগে বাংলা সন
দালি পরাবাস্তবতায় বুঁদ কোকো মাদমোয়াজেল পারফিউম।
চয়ন, জেগে আছো, না কি গরম কালের স্বপ্নাহত ভাতঘুম!
১৫/০৪/২৫
ব্রিটানি, ফ্রান্স