Monday, 7 April 2025

।। আলতা এবং মায়ার গল্প।।

।।লুপ্ত, ভয়াল নেকড়ের ফিরে আসা এবং অমরতার দিকে আরেক ধাপ।।

যখন দুনিয়ার এদিক, ওদিক ভয়াবহ সব হানাহানি এবং প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, বংশানু বিজ্ঞানীরা গবেষণাগারে ফিরিয়ে এনেছে ১০,০০০ বছর আগে নিশ্চিহ্ন হয়ে যাওয়া ডায়ার উলফ বা ভয়াল নেকড়ে।

Saturday, 5 April 2025

।।নতুন আদরের জন্ম।।

।।পাচটি প্রেমের সনেট।।


আনমনে আলতো হাত গালে দিয়ে রাখো।

নিজের আদরের পরশ নিজের সাথে মাখো।

রবীন্দ্রনাথের পৃষ্ঠা উল্টে পাল্টে পাস্তেরনাকের লারা
রাজু ভাস্কর্যের পাশে মিছিলের ঘামে দিশাহারা,
তোমাকে কি আমরা মূর্তিমান শরতকাল ডাকবো?
কিন্তু সব ঋতু ছুটে এসে তোমার হাতে হাত ধরতে চায়!

।।চারটি প্রেমের সনেট।।

শহীদ কাদরী, পিয়ারী বেগম, আবুল হাসান, সুরাইয়া খানমকে


১ শহীদ কাদরী :


কি করে য্যানো

শহীদ কাদরী বুঝতে পেরেছিলো,

আবুল হাসান এবং তার প্রেমিকা সুরাইয়াও,

পালিয়ে বেঁচেছিলো। কোথায় পালিয়েছিলো?

বিলীনা।।প্রেমের কবিতা।।


প্রিয় বিলীনা,
তোমাকে কখনো নাম ধরে ডাকি না,
অথচ ডাকার মত কেবল তুমিই একমাত্র নাম,
শব্দ না করেও নীরবতাকে হাজার শব্দে দোলাও।