Sunday 16 September 2018

আম্মাহুজুর বড়দাদি, ছোটদাদির উপকথা

মা মাকড়শা, লুইস ব্যুর্জোয়া

আমার দাদা যেহেতু প্রসিদ্ধ সুফিপির ছিলেন,
তার প্রথম স্ত্রি হিসেবে আমার বড়দাদি ছিলেন বড় আম্মাহুজুর
এবং আব্বাহুজুর স্বামির প্রসিদ্ধির বড় হকদার ছিলেন।
আম্মাহুজুর ব্যাপারটা আসলে মেয়েদের সেই ব্যাকসিট,
যাতে বসার ব্যাপারটা তাদের অনেকভাবে প্র্যাকটিস করানো হয়।

বড়দাদি জিবিতাবস্থায় দাদার দ্বিতিয় বিয়ে বরন করেছিলেন।
দ্বিতিয় দাদি হলেন গিয়ে ছোটদাদি এবং ছোট আম্মাহুজুর।
বড়দাদি থেকে গেলো পুরান বাড়িতে,
ছোটদাদির জন্য তৈরি হলো নতুন বাড়ি।
নামে নতুন, পুরানো হলেও দুটোই আসলে ব্যাকসিট,
আব্বাহুজুর নামক পুরুষতন্ত্র মুদ্রার কায়েমি দুই পিঠ।

শামসের প্রেমে মশগুল রুমির হাতে যে প্রেমকাব্যের জন্ম,
তার থেকে অনেক দুরে আব্বাহুজুর আম্মাহুজুরদের পরিবার কাঠামো।
বড় ও ছোটদাদির যাত্রাপথের শুরু, শেষ আমার দাদার ছায়ায়।
এখনকার অনেক বাঙালি রমনি আছে,
নিজের চয়েসমত চলতে গিয়েও পা হড়কে আম্মাহুজুরে পর্যবসিত।
এদের অনেকে নারি স্বাধিনতাসহ সিমোন বুভোয়ার নাম জানে,
তারপরেও সম্পর্কছেদের জায়গাতে নিজেকে ব্যাকসিটে আনে।

পুরুষতান্ত্রিকতায় পুরুষতো তার অভ্যাস বদলাবে না,
আবার রমনিদের কারনেও পুরুষ পুরানো অভ্যাস বদলায় না।
আবার যারা অভ্যাস বদলাতে চায় তারা পড়ে সিমাসরহদ্দের ধন্দে।
ইদিপাসের মা ও স্ত্রি ইয়োকাস্টা যেরকম জানতো না,
স্বামি ইদিপাস যে তার সন্তান! 
ব্যাপারটাকে বিমুর্ততার বাইরে আনতে নাটক লিখলো সফোক্লেস!
অনিচ্ছার ভেতর আটকানো ইচ্ছার কনফিউসড কুহেলিকা সেক্স!

সহজ আনন্দ সহজ হবার পথে পিছুটানে আটকানো মন।
সব কিছুতে প্রিসাইজ হতে পেরেও আটকে দিয়েছে মুক্ত মেহগনি বন।
মেহগনি ছড়িয়েছে চয়নের গোবেচারা আলিঙ্গনের ছায়া।
ছায়ার জমাটি শেকড়ে অভিনেত্রি রাখির চেহারাযুক্ত মায়া।     

অভিনেত্রি রাখি কি আমাদের বড়দাদি না কি ছোটদাদি?
বড়দাদি, ছোটদাদিদের বিয়ে হতো অনেক ছোট বয়সে।
এখনো বিভিন্নবয়সি বাংগালি রমনির কাছে আম্মাহুজুরত্বের প্রস্তাব আসে।
কেউ এগুলো আঙ্গুল উচিয়ে দেখালে,
আম্মাহুজুরেরা তেড়েফুড়ে  বলে এসব মোজেজার মুলে দেহতত্বের গান।
সাধুসংগরত ক্ষেপি খুক খুক কেশে সমগতদের হাতে দেয় পানিপড়া পান।

কেউ কেউ সরে আসতে চায় এবং সরে আসে,
হুজুর, হুজুরি  আধ্যাত্মের চেয়ে বড় নরনারির ব্যাক্তিত্ব স্বকাশে।
কেউ কেউ পারে না।
বড় দাদি, ছোটদাদির আদলে তারা থেকে যায়,
পুতুল খেলার ছলে পান, সুপারি, দোক্তার দোলাচলে!


চয়ন খায়রুল হাবিব
১৬/০৯/২০১৮
ব্রিটানি

ভাস্কর্জ, মা মাকড়শা, লুইস ব্যুর্জোয়া