Sunday 2 September 2018

জীবনানন্দকে ধরো কালো জাম বিনয়কে ধরো কালো ভ্রমর

কালো জাম ও কালো ভ্রমরের দ্বিধাদির্ন ফিনান্স!


মেঘ কখনো ধিরে ধিরে কখনো তাড়াতাড়ি সরে 
কিন্তু সরে এবং আকাশের বিস্তির্ন স্বরুপে ফেরে

সরে যাওয়া ঝরে যাওয়া এক নয় আবার রুপান্তরে স্বমিল
কালো জামের সামনে  কালো ভ্রমরের দ্বিধাদির্ন মনোটোন
জীবনানন্দের সংশয়ের মুখে বিনয়ের কবিতার মতোন
জীবনানন্দকে ধরো কালো জাম বিনয়কে ধরো কালো ভ্রমর

পরিবার প্রকল্পে দ্বিধাদির্নতা কম সিদ্ধান্ত ও সহিংশতা বেশি
শিশু ও সন্তান উতপাদনশিল পুরুষ আর নারি শেখে
সমবেদনায় তাদের একচেটিয়া অধিকার
কেউ কেউ বোঝে যে তা নয় এবং পরিচয় সঙ্কটে ভোগে 
কালো জাম ও কালো ভ্রমর পরস্পরের জেন্ডার ও সিদ্ধান্ত জানেনা
রসগ্রহনের দ্বিধাদির্ন ফিনান্স বোঝে হুল ফোটানোর প্রাকৃতিক গুনে
জীবনানন্দকে ধরো কালো জাম বিনয়কে ধরো কালো ভ্রমর

জেনোসাইডে আক্রান্ত গোষ্ঠিগুলি এ কারনে ফিনান্স লুকায়
সংস্কৃতি আধ্যাত্ম প্রনয় ও দাম্পত্য সমস্তটাই  গোপন ফিনান্স
সরে যাওয়া অন্তর্গত কোন একাউন্টেন্ট ফেরাতে পারবে না
কালো জাম কালো ভ্রমর এ কারনে জেন্ডারচিহ্নে সর্বহারা
স্থায়ি এফেকশানের এক হাইব্রিড ফিনান্সিয়াল চেহারা
জীবনানন্দকে ধরো কালো জাম বিনয়কে ধরো কালো ভ্রমর


চয়ন খায়রুল হাবিব
২/০৯/২০১৮
ব্রিটানি