Wednesday 12 September 2018

কটকটি দিবসের উপকথা


আত্তরের তাকের পাশে ইয়া উচা স্বপ্ন পালঙ্ক
কটকটি দিবসের পরম সব গরমিলিয়া অঙ্ক
কটকটি কিনতে লাগতো খাতাবই পুরান জিনিসপত্র
কটকটি শাস্ত্রে চিচিং-ফাক গেরোস্তালির হিশাবি দানছত্র

সবাই ঘুম সত্তর দশকি নিঝ্যুম ঢাকাই  দুপুরের দুই পারে
টমবয় মাছকন্যা জাগে এক ডানপিটে মাহেসওয়ারির ইথারে  
পুরান আর নতুন শহরের  চুপকথা সবুজে রুপকথা সাতারে
ওরা খুলে ফেলে সমস্ত দরজা জানালার আর্শি কপাট


সম্পদের জাবেদা রশিদ চালান কটকটিওয়ালার হাতে
কটকটি ভক্ত ও ভক্তিনেরা হেসে লুটায় ফোকলা দাতে

পালঙ্কে পা ঝুলানো মাছকন্যার লেঞ্জাতলে বর্ষার সুড়সুড়ি
সুড়সুড়িতে আত্তর আত্তরে ডোবা জিওল পার্শের মঞ্জিল
পার্শে খায় ঢাকাই গজা গজার ভেতর উত্তর ভারতিও ধাবা
এক কটকটি দিবসে অনেক অনেক বাদাম ক্ষেতের থাবা


চয়ন খায়রুল হাবিব
১২/০৯/১৮
ব্রিটানি

ছবি, গুগোল