Tuesday 17 July 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৫।।

কঙ্কাল ও চুমুকঙ্কাল 


একটা ঋতুর অন্তরঙ্গে আরেকটা ঋতুর বহিরংগ
ভেন্টিলেটারের আলো আধারিতে চড়ুইদের যড়যন্ত্র
একটা খামের ভেতর একটা চিঠির হাহাকারি অংগ
গতকালকের লাল ডাকবাক্সে  কঙ্কলিলার কঙ্কালমন্ত্র

রাজহংসের পালক ছূয়ে রাজহংসিকে নিল ব্যালেতে নাচাও
হংসনর্তক আচমকা ওপরে ছুড়ে দিলো ব্যালেরিনাকে
সাতারের পেছনে হৃদয়রেখাগুলো কাপাও দাপাও
তেলচিত্রের রেখাগুলো বিলিন সোনাখনিতে একেবেকে

কে একেছে কোন কঙ্কাল কে ডেকেছে নাম ধরে চুমুর দেহছন্দে ভর
গল্পের ভেতরকার গল্পতলে শিষ্টের ভেতর এক প্রবল উত্তেজনা
তুলিকে ছোবে কঙ্কাল  কঙ্কালকে সুন্দরের অনাবিল অধর
একটা কঙ্কালের বিস্ফোরনে লুকানো অন্য কঙ্কালদের যন্ত্রনা 

নাভিতে যেরকম ওম আর ওমকারে স্মিত দুরের আদিকৈলাস
পাহাড়ের তল থেকে দেখো আবার পাহাড়ের চুড়া থেকে দেখো
মুহুর্ত আগের নরম নিশ্বাস এখন গোটা একটা নুতন উপন্যাস
একে অপরের মাড়িতে জিব্বায় পুনর্জন্মের প্লট ধরে রাখো

বিয়াত্রিচকে দেখে দান্তের যেরকম   স্নায়ুতে লাগে শক
না কি অর্ফিউসের বাশরিতে হন্তারক সেই যাদুমাখা সুর
বিষের পাথরে জাগাবে যা বিষক্ষয়ি বিম্বাধরা ধক
গড়িয়ে এলো ডিভাইন কমেডির গা পোড়ানো অচিনপুর

এবার খুটেখুটে  আলতোভাবে কিন্তু ক্রিসেন্ডোতে অকস্মাৎ
ভায়োলিনের ওপর চিবুকে ভর পুরো শরিরটাই এলানো ছড়
নৌকাবাইচের ছলাত ছলাত এবং ড্রাম বাজানো মগ্ন জলপ্রপাত
অর্কেস্ট্রার শেষে এসে চুমুর কারনে বাড়ে বুকের ধড়ফড়

কিন্তু যাকে মনে হচ্ছে চন্দ্রবিন্দুসহ সাঁই সাঁই লাইটস্পিড
তা আসলে পলকা খুব হালকা আরামের গোঙ্গানি
খরগোস তার গর্তগেরোস্থালিতে বিভোর স্বপ্নের হাইব্রিড
বাইরে রোদে খেলতে এসে শিকারির গুলিতে ছটফটানি

ঠোট ফুলেফুলে নাকও দুলেদুলে কানের লতিও লালাভা
ঘাড় ব্যাথা সেরে যাচ্ছে রক্তচাপও ঠিকঠিক ব্যালেন্স
কবরস্থান আর আতুর ঘরের বাইরে কৃশ্নচুড়ার প্রানাভা
একটা চুমুর ভেতর কয়েকশ চুমুর নবায়িত লাইসেন্স

জিবিতও নয় মৃতও নয় সম্পুর্ন নয় অসম্পুর্ন নয়
পান্ডুলিপির খাতায় মাথা রেখে ঘুমায়ে যাওয়া কবি
চুমন্ত দম্পতির নামগোত্রপরিচয় অপার রহস্যময় 
কঙ্কলিলার রহস্যমোচনে চয়নের চুমু অবস্যম্ভাবি

ঠোটের বৈঠকিতে যাবার আগে কিছুটা খুচরা আলাপ
ভাঙ্গা লিরিকে ভাঙ্গা বয়ানে কিছুটা জ্যামিতিক
কিছুটা প্রতিকবাদ অথচ দেহতত্বের সহজিয়া সংলাপ
একটা সংঘর্ষ  অথচ সম্পর্কের পত্তনিতে কায়দামাফিক

মোজাইক প্যরাসুটে দুই বৈমানিকের তাজ্জব কারবার
চুমু আসলে পাইলটের আকাশচারি পোষাক
রানওয়ে ক্যাটওয়াক ডিজাইনার ট্রাফিক কন্ট্রোল মিসমার
বিমানটা উড়বে না কি নামবে পুরোটাই চুমাচুমির চিচিং ফাক

কে কোন কঙ্কালকে চুমুর ফিশফিশ আগে স্বল্প বিরতি এবং হঠাত অস্থির
তারপর চিরস্থায়ি স্থির এক সোনালিরুপালি রোমান্স সম্বিতহারা
একটা ভেজা আরেকটা ভেজাকে দেয় পাগল নাচের বহিপির
বর্ষার মেঘমল্লার ছোয় শিতের গোরস্থান মাখা রাগ নিশাদা অধরা

চয়ন খায়রুল হাবিব
১৮/০৭/১৮
ব্রিটানি 

ছবি, The Kiss (in German Liebespaar, Lovers) by Gustav Klimt,