Friday 13 July 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৪ ।।

জাকেরগন যখন কঙ্কলিলা মঞ্জিলে হারালো

আশাপূর্ণা দেবী (৮ই জানুয়ারি, ১৯০৯ – ১৩ই জুলাই, ১৯৯৫) প্রয়ান দিবস উপলক্ষ্য উপকথা :

গোলক ঢাকার পুরি প্রথমে বন্দনা করি
তার মধ্যে যাপনে উদযাপনে বন্দি বাংলার জাকেরগন
মালতিচাপার বন্দি* গাই পয়লা বৈশাখের বন্দি গাই
যার থেকে জন্ম পাই স্বপ্নদুস্বপ্নবাজির সৃজন কারন

লালবাগের কেল্লা যথা বিবিপরি বন্দি তথা
সেখানে বন্দুম* এক অদ্ভুত সুড়ংগসুড় গনপতি
অল্পদুরে বুড়িগঙ্গা তার পাশে আহসান মঞ্জিল কথা
গুলিস্তানে দমদম কামানে সিন্দুর মাখা প্রভাতি আরতি

জাকের নারি জাকের পুরুষগন
ভিড়ে ভিড়াক্কার উতলা নেচে চায় পাপের উদ্ধার
বৃষ্টি নামে দাপায় বাদলা হাওয়ায় এক অমোঘ দর্পন
কঙ্কলিলার চোখের মনিতে সকলের সুখ স্বর্গদুয়ার

সংসদ ভবনে যান কুবের যমের পুরি
সুর্জমুখি সেখানে জিবন্ত হয়েও মনমরা প্লাস্টিক
সারাদিন চলে রক্তাক্ত উতকোচের দিকদারি
পুলিশি তান্ডবে মানুষের ওপর যাপনের ধিক

মানুষ পেরেশান হয় মানুষ জাকের হয়
হয়রান মানুষ খুজে ফেরে পির ও মুর্শিদ
অন্তরঙ্গে বহিরঙ্গে একের পর এক ভয়
বল্ধার বাগানে ময়মনসিং গিতিকার উদ্ভিদ

কংক্রিটি ভেদ করে বন্দুম পাহাড়ি তরুলতা
জাকের মঞ্জিলের ছাদে বন্দুম বাংলার বসুমাতা্
পরিবার বন্দুম বন্ধু বন্দুম বন্দুম বোন ভাই
তার চাইতে বড়  সুৃহৃদ পরান পুড়ানিয়া ঠাই
ফ্লাইওভার বন্দুমে তেরোই জুলাই কি লাকি আনলাকি
কঙ্কলিলা প্রসাদে আশাপুর্ণা দেবীর স্বপ্নোল্লাস দেখি

'সাগর পর্বত বন্দুম জলে বন্দুম মীন
বাংলা ভাষার চরন বন্দি গাই আমি দিনহীন'**
কঙ্কলিলার চরন বন্দি চয়ন চান্দে কয়
দুর্লভ মনুষ্য জন্ম একবার মাত্র হয়


চয়ন খায়রুল হাবিব
১৩/০৭/২০১৮
ব্রিটানি

**উদ্ধৃত লাইন সরাসরি 'মৈমনসিংহ গীতিকা'র  'কঙ্ক ও লিলা 'থেকে।বাদবাকি কবিতার ছন্দ ও শৈলিও শব্দ এদিক ওদিক করে 'কঙ্ক ও লীলা'  অবলম্বনে।'জুলেখা নাট্য ট্রিলজি'র  (প্রকাশিত প্রথম পর্ব/'জুজু :জুলেখার জুয়াচাক্কি''।প্রকাশিত, মঞ্চায়িত দ্বিতিয় পর্ব, 'ডৌল  :জুলেখার জেরা পর্ব')শেষ পর্বের অনুশিলন হিশেবে ধরা যেতে পারে।চখাহা।

*বন্দি/বন্দুম, বন্দেগি অর্থে।আটক অর্থে নয়।


ছবি, কঙ্কলিলার চোখ, চয়ন খায়রুল হাবিব।