Tuesday 24 July 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৬।।

লাবন্য ও বন্য ললিতকলা সেমিনার


২৫শে জুলাই ২০১৮ সারারাত আমার ঘুম হয় নাই
ঘুম ভেঙ্গে আমি কি লাবন্য না কি বন্যতা
না কি উভয়ের কাছে যাবো

কিন্তু আমারতো ঘুম হয় নাই
লাবন্যকে ঘুম পাড়ায়ে বন্যতাকে জাগালাম
বন্যতা ঘুমায়ে গেলে কি লাবন্য জেগে উঠবে
না কি বন্য ও লাবন্য একসাথে এক শয্যায় ঘুমাবে

দেখা যাক
কি দেখা যাক

সেক্সটা একটা লাবন্যময়ি লালশাকমাখা বন্য স্পোর্টস
কতরকম পার্সোনাল প্যরাডাইম তা বন্ধ করে দেয়
কতরকম দুর্গ পরিকল্পনা কতরকম তত্বের জল্পনা
লু আন্দ্রিয়াস সালোমির দুইনো প্রাসাদে শুয়ে বসে
রাইনার রিলকে লিখেছিলো দুইনো প্রাসাদের শোকগাথা
যেরকম জামদানি নক্সায় লুকানো অরন্যচারির নক্সিকাথা

ঠাসবুনটে সাজানির সহজিয়া পাল্লুতে ছিন্নবিজড়িত দেহ
স্নানঘরে ঝাজরি কলের ফোয়ারায় তাই জলপ্রপাতের গেহ
গড়ায় গড়ায় কুসুমে নামে কুসুমার অবলোকিতেশ্বর
নিত্যনতুন ইশ্বর ও আধ্যাত্ম ঢাকে প্রাচিন অরন্যস্বর

ওহ আমাদের ধলেশ্বরি তিরের অতিশ দিপঙ্কর
তোমারওতো দুরবর্তি সাইবার প্রেমিকা ছিলো
বাস্তবের চেয়েও বাস্তব  তিব্বতের আদিবাসি পরাবাস্তবে
বাংলার আড়বাসি মেশানো জলতরংগ খেলানো পাহাড়ি পেয়ালায়

পাহাড় কি দুরে সরে গেলো বুদ্ধমন্ত্রের জেনে
না কি পাহাড়চুড়া আকাশকে ছুলো অতিশের আলিঙ্গনে
সকলে  পাহাড়ে লুকাতে চায় সকলে নগরে বাড়িওয়ালা হতে চায়
সকলের থেকে দুরে অতিশের অন্তরে এক গোপন পাহাড়

পাহাড় আবার পার্সোনিফাইড লাবন্য ললিতকলায়
সবাই তার কিছুটা ভাগ পেতে চায়
সেও কাউকে কাউকে তার ভাগ কমবেশি দিতে চায়
লাবন্য ললিতকলার ব্যাক্তিগত হিসাবে মেপে মেপে
কঙ্ক্রিট জবড়জঙ্গে প্রত্যঙ্গের ধরা অধরা কার্যকলাপে


দম আটকানো ঢাকাই সাপ্রেশনে
ডাইভারশান খোজে  বৃষ্টিভেজা ভাইরাল চুমুর  ইনোসেন্স
অতিশের স্পর্শকাতরতায় পরায় ইতস্তত হিসাবের ডিনায়াল
জেইনের লাবন্যের খোজে বন্য কিংকং নির্ঘুম এক সাজোয়াল

দোষারোপ ও রিটার্ন কল থেকে দুরে
বহুদুরে মৃত্যুদণ্ডরহিত ইয়োরোপে
সহজভাবে বললে গতরাতে আমার ঘুম হয় নাই
কারো হিসাবের সালতামামিতে আমার ঘুমের রেওয়ামিল নাই

তবুও বন্যতার সেমিনারে ভোরের লাবন্য পথরেখা কাটে 
তবুও লাবন্যর সেমিনারে ভোরের বন্যতা হিজিবিজি হাটে



চয়ন খায়রুল হাবিব
২৫/০৭/২০১৮
ব্রিটানি





প্রথম ছবি, শাড়ির আচল, ফটোশপ এডজাস্টেড ।
দ্বিতিয় ছবি, বাসার পেছনে ভোরের সদ্য সুর্জরেখা।