Wednesday 10 February 2010

মোমতাজমেহেল :

বানান, ভ্রমন ও ভালবাসা সঙ্ক্রান্ত দির্ঘ কবিতা


চাদবিন্দু ছাড়াই চাদ কিন্তু বেশ অনোমেটাপাই

ঢাকা ও কোলকাতা'র ইংরেজি বানান বদলে
শহর দু'টোর শাষকেরা
গ্রিক নগরপতিদের সাথে সক্রেটিসের দ্বন্দ্বে
পক্ষ্য নিয়েছিল ঠিকই সক্রেটিসের কিন্তু পরক্ষনেই
বৈশাখের বিজু বিজু মেলাতে
আদিবাসিদের হাতে তুলে দিয়েছিল হেমলকের পেয়ালা

কেন শাষকেরা বানান নিয়ে এরকম করে
কেন শাষিতেরা বানান নির্ভুলতাকে  মনে করে সংস্কৃত-সুন্দর

প্রশ্নের উত্তরে দেখলাম  :

আমাদের প্রত্যেকটা স্বাসপ্রস্বাস একেকটা ছন্দবধ্ব চরন
আবার আমাদেরই প্রত্যেকটা উচ্চারন ইতিহাসের ছন্দপতন

দেখলাম ভারত বাংলাদেশ বাসরুট খুলে দেয়ামাত্র
যোয়ান আর বুড়ো একদল কবি বনগা থেকে সাইদাবাদে
একের পর এক বাস স্টপেজে থেমে থেমে
লোকজন'কে বলছে  : 'বাংলা ভাষাতে নতুন ছন্দের কোন সম্ভাবনা নেই,
সমস্ত ছন্দই আবিস্কার হয়ে গেছে।'
বুঝলাম 
ন্যাশের নিয়ামকহিন অঙ্কপাতন আটকানোই এদের জিবনের অভিপ্রায়

আঙ্গুলের ভিন্ন ভিন্ন রেখাপাতে ডি, এন, এ'র বিজগানিতিক মাদলে
একজনের দেহছন্দ আরেকজন থেকে আলাদা
এরকম বুঝের পর পর কান পেতে শুনলাম :
অক্ষর আর স্বরের বৃত্ত বাড়ায় আত্মঘাতি-মন্ত্রের মোহাচ্ছন্নতা

জয়দেবের কাছে পাঠালাম 
পালিভাষাতে লেখা গৌতমের সম্পর্ক-সংহিতা

জানলা দরজা সব হাট করে খুলে
হ্যাপি আখন্দের সবেমাত্র একটা গান বার বার বাজায় বাজায়
অন্তরের ভারত ভ্রমন সবসময় শুরু হওয়া দরকার
মুয়ুরি ময়ুর বানরের যথেচ্ছাচার
কৃশ্নের জন্মস্থান খড়ি ওঠা রুখু বৃন্দাবনে

জয় রাধে জয় রাধে সম্বোধনে হেটে যাওয়া
মাথায় হিন্দুস্তানি পাগড়ি খাটো ধুতি পরা
পায়ের কোলাহপুরি বা টায়ারের চপ্পল
হাজার হাজার বছরের ধুলিকনা-ধুসর-পারদ ও প্রজাপতি
সর্বোচ্চ তাপাঙ্কে জ্বলজ্বল

আরাবল্লির কুহেলি-ফসিলে
দরবারি নাচনেওয়ালির কোমরবান্দের মুক্তিকামি মুদ্রায়

দিল্লিবালি পাঞ্জাবিবাগ থেকে বাংলা মুলুকের হাওড়ায়
রাজধানি এক্সপ্রেস উহু রাজধানি এক্সপ্রেস কুহু
জোগেন মিত্রের উদার ক্যানভাসে
মেশে
শায়র গালিবের বিষন্ন বিস্রাম
কামতপ্ত গালে কপালে আতরি-রুমাল ছুয়ে ছুয়ে
রাজস্থানি-মৌরানি  চামড়ার ভিতর ঢালে
পাক্কির বিরানিতে জয়পুরের কাচ্চি আমের আচার

চা-পাতারঙ্গা মৈথিলি চা-কুলিদের
হাতে হাতে ঘুরে ঘুরে চায়ের পাতার সবুজ গড়ায়
কাঞ্চন ও জঙ্ঘায়
দার্জিলিঙ্গের ঘাগ্রায়
উত্তরায়নের ক্যামেলিয়ায় নেপালিদের থুকপায়

এত এত প্রাক ইতিহাস কেন কেন ফসিল

এই বনঝাউ এই ধবল-নিরঞ্জন এই ঘুমপাহাড়ের পরানে
নাবালিকা-টয়ট্রেন কুহু কুহু টাইগার হিলে বাঘনখ স্মরনে

জমি-মাপামাপির আমিনদের হাত সাফাইতে হত
সাওতাল যিশুদের পাশে
রবিন্দ্রনাথ যেইমাত্র নিরক্ষর লালন'কে ছেড়ে দিল
খোয়াই'র ফাটলে বেরোলো ঢোড়াই মানস
ভুবন ডাকাতের নামে নাম ভুবনডাঙ্গার গরম পলিতে
ধিরে ধিরে গলে  যমুনা  তিরোহিত মোমতাজের নরম মার্বেল

প্রাচিনা পাথর
তা কিভাবে এত আশ্চর্জ
কেন এত নরম

এ-সমস্ত ভেবে ভেবে আগ্রা দুর্গে  গৃহবন্দি সম্রাট শাহজাহান
মুচকি মুচকি হাসেন আর মোগ্লাই ফুদ্দিতে আবেশে হাত বুলান

জয়  মার্বেল জয় রাত্রিকালের চরম এবং তিব্র তাজমহলেশ্বরি

চয়ন খায়রুল হাবিব
জানুয়ারি ২০১০
ব্রিটানি, ফ্রান্স

Photography : Tajmehel from Agra Fort by Choyon Khairul Habib