Tuesday 20 December 2016

মেহগনি বনে

'মেহগনি বনে' সিরিজটির অসংলগ্নতাস্নাত  ছোট ছোট কবিতাগুলো লিখেছি পাচ বছর ধরে মহাকাব্যিক 'জুলেখা ট্রিলজি' নাট্যগাথা লিখবার ফাকে ফাকে।ট্রিলজির প্রথম দুটি প্রকাশিত পর্ব এবং একটি পর্বের মঞ্চায়নের সাইকাডেলিক প্রকোপকে সংলগ্নতাতে বাধবার প্রয়োজনে, অসংলগ্ন উচ্ছ্বাসগুলোকে ঘরোয়া ছোট ছোট টবে সারবান করে, নিয়মিত ভিজিয়ে তুলছিলাম; বিষয়ান্তরে যা গড়ায় এক নিবিড় বনসাই প্রক্রিয়াতে; অসংলগ্নতার পরিপূরক শব্দ হয়ে উঠে 'হিজিবিজি'; আগের কবিতাগুলোতে সিধ কেটে ঢুকে পুরো একটা 'মেহগনি বন'!চখাহা।সেপ্টেম্বার,২০১৬।


মেহগনি  বনে


১।ফায়ারওয়াল।

আারেকটা দিন রক্তেল হবে কবিতাকাল
সকালমাত্রেই পুস্পেল এবং কুড়ি থেকে ছিটকানো পাপড়িগুলা
একটু বকুল একটু চামেলি একটু বা কাঠালিরচম্পা
কোনটাই পুরাপুরি না: আধোআধো ছবিওশম্পা

অথচ ছায়াগুলা দুবলা পায়ে
তাকায়েতাকায়ে দেখছে লোহার গেটের ঐ পারে
সাহেব সাহেবানিদের কোরবানির গোস্তেল যজমানি

আরেকটা দিন রক্তেল হবে কবিতাকাল
সকালমাত্রেই রক্তকণিকাদের প্রাত্যহিক পায়তারা
এবং শিরাউপশিরাগুলা একটু প্রেমিক একটু বা শ্রমিক
না রক্তেলনিবিড়তা না পুস্পেলভ্রূণহত্যা

মাঝ বাতাসে ভৈরবী মালকোষে
আটকে থাকবার ইচ্ছা থাকলেও
পরমার্থের তক্তপোষে সমস্ত গাছের পাতারাই
তেলবাহী জাহাজের খোলে পেট্রলকে তাতায় ফসিলকে নাচায়

যা এতদিন দুলেছিল সরাসরি বনমগ্ন
জীবনের সম্পর্কসংশ্লিষ্টতায়ঃ খেয়াল করে দেখুন খেয়াল করে দেখুন:
দলকল্মিদের উদাসে পালখোলা বিলাসের বজ্রায় বেসামাল
জঙ্গলে দেহধারী শিকার এবং শিকারি
উভয়কে ঢাকে মেহগনিহুতাশের চুমুস্যাকা ফায়ারওয়াল

২৩/০৭/১১
ব্রিটানি

২।ওহলিংগিতো।

দুই পাউন্ড ওজনের ফল্ভোজি মন
নিশাচর নয়ন
লেন্সের বাইরে সেন্সের ভিতরে
একটা নয়া জন্তু
প্রীতি নাই ভীতি নাই
সংস্কৃতিবিহীন মেঘউচুমোলায়েম
পিপড়ায় জাতিস্মর
পানিফলের অন্তর
শুকনা শ্যাওলার খুট:
মা


উট
বিস্কুটখোর সহজতার স্বপ্নস্কাউট
ছোট্ট থাবানখ পরখে ঘুরায় ওহলিংগিতো
নাচতেসে গাইতেসে লুকাইতেসে মেহগনিমত্ত

১৬/০৮/১৩
ব্রিটানি

৩।ঐশী।

গলা খুলে গাইবার কথা ছিলো
বাশিবাজিয়ের সাথে
ভাষাব্যাঙ্কের সাইলেন্সার বাঙ্কারে
না শোনা গেল গান কিন্তু কড়ার ছিলো ভাষাকে মাতাবার
না এলো বোবাছন্দের ত্রাণ কিন্তু কড়ার ছিলো দেহকে খুলবার
দেহবন্দী দেহ ছোট হতে হতে মেহগনি বনসাই
ঐশী চলে গেলো বাশিবাজিয়ের পিছু পিছু মেহগনি বনে

১৭/০৮/১৩
ব্রিটানি

৪/০৯/১৩
ব্রিটানি

৪।পতাকানমিত টেক্সটাইল।

আমার শহরে যাব 
বিবাহিত প্যান্ডেলে 
বিউগল বাজানো বিধবাশহরের 
সালতামামি কয়েদখানায়
কেরানীগঞ্জে কেরানিকুলের গায়েবানা 
নারায়ণগঞ্জের নারায়ণ সেবাইত 
রহমতগঞ্জের ডাইলে কাইত
মুন্সিগঞ্জের চোট্টা মুন্সিগন
নবাবগঞ্জের গদিবিহীন নবাবদের ঘরজামাই
বহিরাগতরা বাই ডিফল্ট কিশোরগঞ্জের কবিকিশোর 
সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ চোর
চোরেচোরে পতাকানমিত টেক্সটাইল
কেউ কাউকে নাম ধরে গাইল পাড়ে না
কেউ কাউকে হাত ধরে মেহগনি বনে নিতে চায় না

১৯/১২/১৪
ব্রিটানি

৫।ব্ল্যাক হোল।

আঠারো বিলিয়ন বছর পর আমরা সবাই মহাক্রাঞ্চ
মহাশূন্যের চিনাবাদাম আর ডালমুটি মটমট মহাশ্চর্জ এক শূন্যতার লাঞ্চ
তোড়ায় বাধা ঝাকঝাক চাকু এবং উপড়ানো তাজাতাজা চোখ
মহাপ্রশ্নের মুখে নৈশব্দবোধক
আঠারো বিলিয়ন বছর ফেরার এক যাদুকরী হন্তারক
মেহগনি বনে বেড়ে ওঠা বুনিয়াদি ঠাণ্ডাঠাণ্ডা ঘাম
ছোটছোট ছেলেমেয়েরা বাবামাদের দিলো ঠেলে
মেহগনি  ছোটছোট ছেলেমেয়েরা বাবামাদের দিলো ফেলে

২০১৪
ব্রিটানি

৬।পদ্মডাটা।

সোয়া তিনটার শিতরাত্রি এখন চ্যানেল পারে
আকাশ বুকের কাশে দমকেদমকে
আশ মলমলে গোল্ডফিশের গলাজুড়ে
কাটা পদ্মডাটার জিব্বাতে

পদ্মডাটা দিলাম মেলে গোল্ডফিশের মলমলে
সাধারণ মন জানতে চায়
মাছবাজারে গোল্ডফিশের ভাগার দাম কতটুকু অসাধারণ

জিব্বাতে পদ্মডাটার কাটা
গলাজুড়ে গোল্ডফিশের মলমলে আশ
দমকেদমকে কাশে মেহগনি দেহঘড়ি
চ্যানেলপারে এখন শিতরাত্রির সোয়া তিনটা

১১/০২/১৪
ব্রিটানি

৭।মেহগনিদিবসের চোদ্দপদি।

বাবাদিবস মাদিবস ভালবাসাদিবস নারীদিবস শিশুদিবস....
সম্পর্কের বিজ্ঞাপিত বুঝাবুঝির চেষ্টাতে নাই কোন দোষ
দিবস পালিত হলো এবং রজনীকালের দুঃস্বপ্নে
ছবিতোলাক্যামেরাওয়ালারা জানলো
যাদের ক্যামেরা নাই তাদের কাছে সকল কিছু মেহগনিদিবস

দরকার পড়লো একটা স্বপনদিবস
কিন্তু স্বপন এত দ্রুতবেগ যে সমস্ত আবেগের ধাক্কাধাক্কিতে
বিজ্ঞাপিত বুঝাবুঝিগুলা একদম নেংটাপুটু উদিলা
উদিলাদিবসে ক্যামেরাবঞ্চিতউদিলারা সীমান্তরক্ষাবাহিনীতে যোগ দিলো
তারপর ক্যামেরাসঞ্চিত উদিলাদের চোখকানগলাহিসিযন্ত্র
আউট অফ ফোকাসে পাঠালো

স্বপনদিবস লুকালো উদিলাদিবসে
উদিলাদিবস লুকালো সীমান্তরক্ষাবাহিনীদিবসে
উলটাপালটা শাটার স্পিডে ক্লিকক্লিক ইল্লে ফট্টাসে


২১/০৬/১৫
ব্রিটানি

৮।কালোসাদা।

উধাওএবংএলোউড়ে পাখিগুলি
কালোসাদা  মেহগনিবন 
অথচ পুরো বনটা একটা দেহ

পাশের দেশের পাখিপ্রেমি পণ্ডিতেরা 
তাদের পুরস্কার ফিরায় দিলো 
বং সাদাতে সফেদ ধবল
দেশি পণ্ডিতেরা ক্তগঙ্গাতে ডুবে 
আরো পুরস্কারের জন্য কামড়াকামড়ি করতে থাকলো
মেহগনিকে বানালো কালোসাদা

একটাই কিন্তু দেহ দাগফুটকি সাদাকালো
পাখিগুলি উড়েএলো এবংউধাও


৫/১১/১৫
ব্রিটানি

৯।অন্যবৃষ্টি।

চাইছিলে ্মেহগনি
পেলে বৃষ্টির বিশ্বস্ততা

জানলাটা পাট খোলা হাইকুহু
বৃষ্টি ছুলো বালক বালিকার আদল
কোলা ব্যাং ফুলে ঢোল বাস্কেটবল
ধোয়াগাড়ি কাউকে বিরক্তালো না

বাইরের রাস্তাটাকে খেলো
ঘরভর্তি ভরা বর্ষার বনেদি পুকুর
কিন্তু পকেটভর্তি ব্যাং ও বাস্কেটবলসহ
বালক বালিকারা তোমদের পাশ কাঁটালো

বুঝে গেছে মন থেকে ওদের চাও নাই
খেলবেনা ওরা তোমাদের সাথে
চাও নাই মেহগনি
পাও নাই বৃষ্টির বিশ্বস্ততা

২৪/০৭/১৬
ব্রিটানি

১০।আজকে আবুল হাসানের জন্মদিন।

পেয়াজের কলিমাখা ডিম, আলু তরকারি, ডালভাতে দুপুরের খাবার সারলাম
চ্যানেল পারের ভ্যান শহরে
আর সে-খাবারে হুবহু আশির দশকি আজিমপুর বাসার বাবুর মায়ের রান্নার সোয়াদ

খেতে খেতে মাতিস-জ্যোতি মোবাইল ফোনে বাজায়ে চলেছে
সায়মন/গার্ফুঙ্কেল আর জিম মরিসন
কয়েকদিনের বাসি খাবার গরম করবার পর সুধালামঃ
'স্বাদ ঠিক আছে তো।'
মাতিস জানালো:
'ভাতে, ডিমে, আলুতে, ডালে একেবারে ডাল, ভাত, ডিম, আলুর সুগন্ধ
এবং আগের চেয়ে আরো ভালো
কারণ কয়দিনের অবসরে মসলাগুলো খেলেছে, খুলেছে জাঁকালো'

গান শুনতে শুনতে, সদ্য খুঁজে পাওয়া আবুল হাসান আর সুরাইয়া খানমের
ছবিগুলোকে ডাল, ভাত, ডিম, আলুর তরকারিতে হাত মাখামাখি করে,
না কি ছুরি, কাটাচামচে বিধে কুচি কুচি সালাদ-স্লাইসে সুরাইয়াকে খাবো ভাবতে ভাবতে
আমার সাগরপারের ঘরকন্নায় পেলাম সোমত্ত বাবুর মায়ের চোখের মনিতে হারানো
চর কামরাঙ্গির ছন্দছুট সংলাপ:
নোনা হাওয়া কামড়ানো সময়ের বকেয়া সনদপত্রে আঁকিবুঁকি কেটে
ভরপুর ঢেকুর তুলে অগাস্ট-দুপুরের উজ্জ্বল ব্যালকনিতে
হাসান ও সুরাইয়ার মুচকি মেহগনিমৌতাতে তিনজন অট্টহাসিতে ফাটলাম

৪/০৮/১৬
ব্রিটানি

১১।সিথান।

আপনি আমি সময় দূরত্ব বালিশ
জানালার শার্শিতে
ঝিকঝিকানো সেপ্টেম্বারের রোদ ও রজন ফোটানো ঘাম
সময় আততায়ীর ভয় থেকে দূরে
বালিশে ভেজা দুস্বপ্নের চোখ ডুকরে
বাইরের সুগোল ছায়া
চারকোনা আরশি গলে চুয়ে চুয়ে ধুয়ে দিচ্ছে
দেয়ালে ঝোলানো পুরানো ধাঁচের নদীর বাধানো ঘাট
মেহগনি ফ্রেমে নিপাট

৬/০৯/১৬
ব্রিটানি

১২।মেহগনি বনে।

একটা নতুন ব্যাল্কনি ব্যাল্কনিভর্তি স্বপ্ন
স্বপ্নভর্তি মেহগনি
চোখ খুলতেই নাই
চোখ বুজতেই আবারো ব্যাল্কনি নতুন একটা
স্বপ্নভর্তি মেহগনি বনসাই

ছাটাছাটি কাটাকাটি থেকে রেহাই পেলে
এক ঘুমে পেয়ে যাব পুরা এক মেহগনি বন
বনভর্তি স্বপ্ন স্বপ্নভর্তি ব্যাল্কনি
জেগে থেকে কাজ নাই আসুন ঘুমাই

হিজিবিজি মেহগনি বনে

৫/০৯/১৬

চয়ন খায়রুল হাবিব
২০১১/২১০৬
ব্রিটানি/ফ্রান্স