Monday 30 August 2010

কোপাও জুলেখাকে


কোপাতে কোপাতে জুলেখাকে কোকড়াওঃ
কোকড়াতে কোকড়াতে ফুল শব্দটা শুনলেই
গুলাবপানিতে ছিটানো চাদরে পর্দায়
খিড়কি আর অন্দরের বেফারাক-সাদা-কালো
সাদা-কালো সাদা-কালো সাদা-কালো
জর্দার সাদায় বোবা জিব্বায় অর্থ অনর্থের রকমফের নাই
হঠাত কয়েক হাজার কোটি টর্চের জাফ্রান মাখা আলো

ইউসুফ পকেটমারের টর্চের রেখাই  জুলেখার পেষিকে পাকালো পিতলে
চাপকলের পানিতে মিশালো  সস্তার গুলাবের উচ্ছাসঃ
নির্জাসে উদাস বেড়ার ঘরের ক্যালেন্ডারে সার সার ডেক চেয়ারে
বিকিনি সাটা আধা ল্যাংটা বিশ্নুপ্রিয়া সেবাদাসিরা দাত কেলায়েছে 
অতিধার কাচের গুড়া মাখা  চকবাজারের মাঞ্জায়
কাটাকাটি শেষে আকাশ থেকে মাটিতে সাদা-সুতা
সাদা-সুতা সাদা-সুতা সাদা-সুতা সাদা-সুতা

সাদা-সুতা রক্তাক্ত হতে চায় কাপড়িয়া পট্টিতে
সাদা-সুতা সমাহিত হতে চায় মফিদুলের এম্বুল্যান্সে
কিন্তু সাদা-সুতা কেবল কোকড়ায় কেবল কোকড়ায়
কেবল কোকড়ায় এবং জুলেখাকে পুলকে কোপায়

কে একজন আরেকজন'কে হত্যা করলো
ছোট বড় প্রশ্ন তুলে সকলেই আততায়ি হ'লো
নিরবতার ভিতর অনেক অনেক গুলাব ফুটলো
কোপাকোপির এবড়ো থেবড়োতায় ফুল শব্দটা  জুলেখায় কুমুদিলো

চুমুর রং কি হবে?গুলাব'কে কি আর কক্ষনো
পাপস্খালনের অর্চনায় সেবাদাস সেবাদাসিদের পেটে ভরে দেয়া হবে
তারপর অন্ত্রতে প্যাচায়ে যকৃত কলিজা গুদ্দা ফুশফুশ আচড়ায়
গুলাবের কাটাসহ ডাল বের হবে সেবাদাসদাসিদের নাক কান মুখে

কান্নিভাঙ্গা নতুন রিকসার টান টান জৌলুসে শিশ্নবান ইয়ুসুফ পকেটমার
জুলেখার ফোকাসের ভিতরে ও বাইরে জুলেখারই একান্ত জোনিমন্দিরে
সেবাদাসদাসিদের শরিরের রুপটান ইদের জামাতের আখেরি সাবানে
আনচান আনচান সেবাদাসিরা  এখন  কুরবানির পোয়াতি সঞ্জিবনি
সংগ শেষে ইদুল-সঙ্গমের-হাটে গরু, ভ্যাড়া, দুম্বার গলায় পিতলা ঘন্টির দোলানি

কসাইদের মাথায় মাল উঠায় সেবাদাসিরা হাটের পিছে
লেংটার উলালে হেলেদুলে শিথিল শিথিল
খড়-মাখা-ভুষিজলে  ধুয়ে যায় গর্ভের গর্মিল
মৌসুমের আবহাওয়া কোকড়ায় দুধে ভরা বুকের বোটায়

ভিতরে ঢুকা গুলাবের কাটাগুলাই
কিন্তু সাদা-কালো  অথচ সাদা-সুতা কিন্তু সাদার ধবধবে
ধবধবে সাদা গাভির দাড়াতে কুচকুচে কালো যাড়ের বাড়া
ষাড় আর গাভিটার সঙ্গমরত অবস্থাতেই

কোপাও জুলেখাকে

চয়ন খায়রুল হাবিব
৩০/০৮/২০১০
ব্রিটানি

জুলেখার চন্দ্রমুখি