Monday, 27 October 2025

টলস্টয় এবং আমার খাবার দাবার !

টলস্টয় এবং স্ত্রী সোফিয়া আন্দ্রিয়েভনা 

প্রায়শ রাতের খাবারে খাই ভেজিটারিয়ান ব্যাঙ্গার অর্থাৎ সয়া সসেজ এবং আলু, গাজর মেশানো ভর্তা। ডিশটার নাম ব্যাঙ্গার এন্ড সসেজ। সেদিন খেতে খেতে ভাবছিলাম, টলস্টয় একই খাবার সামনে নিয়ে বসলে, — আলু, গাজর, পেঁয়াজ, মাখন, পাশে সালাদপাতা — সব কিছু আসতো তার নিজের খামার থেকে। গর্ব করে কি বলতেন, “দেখো, আমি নিজে ফলিয়েছি”?

Wednesday, 15 October 2025

গায়ত্রী স্পিভাকের অথেনটিক সাধু দর্শন!


Gayatry Chakravarty Spivak in Dhaka to attend Lalon festival.

এই লেখাটার পুরাটাই পলিটিকালি বেঠিক। বেঠিকের রসটা নৃতত্বের খটমটসহ ভালো বুঝতো আমার প্রয়াত অনুজ বন্ধু মাহবুব পিয়াল। ব্রাক্ষণবাড়িয়ার পিয়াল ডারহামে নৃবিজ্ঞানে পি,এইচ,ডি করে আই,ইউ,বির সোশাল সাইন্সের ডিন হয়ে বিদেশের হোটেলে মরার আগে লোকগান নিয়ে এমন সব কাজ শুরু করেছিলো যে আমার বিশ্বাস হুট করে না মরলে আলাউদ্দিন খান, সচিন দেবের পর ব্রাক্ষণবাড়িয়ার তৃতীয় এবং জাহাঙ্গীরনগরের প্রথম রিয়েল স্কলারের নামটা পেতো।