Thursday 6 December 2018

বিশ্বাস ও বাঘ



নিজেকে বিশ্বাসে ধরো দেহমন আরাম পাবে
আমাকে বিশ্বাসে ধরো দেহমন আরাম পাবে
বাঘদের কাছাকাছি যাও আরো কাছাকাছি যাও
মাংসের বিশ্বাসে মাংসাসির সঙ্কোচন কারন পাও


ঐ সঙ্কোচনটুকু জানবার জন্য
বাঘদের কাছাকাছি হওয়াটা জরুরি
ঐ সঙ্কোচনটুকু অবিশ্বাসের অনুসংগত কারন
যা দির্ঘদিনে এটা ওটা অভ্যাসকে বলেছে বিশ্বাস
কিন্তু কথিত শিল্পের সে অভ্যাস যদি বিশ্বাস হতো
দেহমন এত ব্যারাম হতো না
বিশ্বাসি ক্ষেপে গিয়ে দিতে পারে গালাগাল
তাতে  বিশ্বাস হয় না কো অবিশ্বাসের সমান্তরাল
তাতে বিশ্বাস আত্মসংলগ্নতার শিরায় রক্তের লাল

লেট ডাউন হলে আরো বিশ্বাসের অনুশিলন
এবং অবিশ্বাসের অনুসঙ্গের সাথে দুরত্ব জ্ঞাপন
অবিশ্বাসের অনুষংগকে এটা ওটা শেয়ার
কমায় বিশ্বাসের বাজার দর বাজারে আসে স্ফিতি
সম্পর্কের স্ফিতি ধর্মের স্ফিতি আধ্যাত্মের স্ফিতি
মু্দ্রামানের স্ফিতি আসে অনেক অনেক পর
বিশ্বাস একটা সহজ রান্নাঘর এবং ভয়ঙ্কর সুন্দর
স্বল্প ব্যাঞ্জনে রাধো বাঘের চোখের দুস্প্রাপ্য পাথর

রাধুনিদের একের পর এক নিৃৃত চোখের ছবির দিকে
ছবির পারস্পরিকতার দিকে তাকালে
দেখলে বিশ্বাসি কেবলই দেহমন উন্মোচন করে
আর অবিশ্বাসি থাকে পর্দায় রিচ্যুয়ালে সংগোপন

দেখবে ছবি তুলতে চাচ্ছ বিশ্বাসের প্রতি নিশ্বাসে
তখন প্রশ্বাস আকাশ ও অবিরাম
আবডালের ছোট বিড়াল রানথাম্বোরের বড় বাঘ হয়
ৌতমের টিকেটে বড়বাঘ বিশম নিরামিষে নিরাময়

পাবে আরাম দেহমন ধরো বিশ্বাসে আমাকে
পাবে আরাম দেহমন ধরো বিশ্বাসে নিজেকে


চয়ন খায়রুল হাবিব
৬/১২/২০১৮
ব্রিটানি