Wednesday 27 June 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ২ ।।

সনেট : ইয়াদ পিয়া কি আয়ে
Or The Deatails Of Plant Simplicity And Root Compexities!



রুপনারানের কুলে  মিথ্যামিথ্যি ঘুমে সত্যাসত্য স্বপনে
আবারো সত্যাসত্য ঘুমে আবারো মিথ্যামিথ্যি স্বপনে
জাগে ভাসে মরে  মৃদুমন্দ নারিকেল-জিঞ্জিরা-দ্বিপ
সাগর-কুসুম স্বরে নয় বছুরে প্রানের অর্বুদ প্রবাল-পলিপ

প্রবালেরা প্রজনন ঋতুতে পুর্নিমার রাতে 
পরিচিতি বদলায় জংলা গোলাপের শেকড়ে 
সাগরের নোনাপানিও বদলায় সুগন্ধি গোলাপজলে
সকালের নাস্তার টেবিলে দ্বিধাহত জাপানি জেনে'র বাগান

চায়ের পেয়ালাতে জুলাই জেল্লাতে রোদের কেল্লাফতে   
মিলাদ নরমে নুয়ে সরস উদ্ভিদের শক্তপোক্ত নির্ভেদ লিঙ্গম
ইয়াদ পিয়া কি আয়ে নিরবতার লুকানো প্রমাদে 
না কি ইয়াদ পিয়া কি আয়ে সচেতনতার সুবাদে

ক্লাসিকাল গানের প্যান্ডেলে দরিয়ার প্রবাল গড়ায়
রুপার কানের দুল রুপবতির কানের লতিকে হাসায় 


চয়ন খায়রুল হাবিব
২৭/০৬/১৮
ব্রিটানি 

ছবি, কঙ্কলিলার কানের দুল, চয়ন খায়রুল হাবিব।