Saturday 26 May 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ১ ।।

বলেরো : রক্তচাপ প্রশমনের সনেট





























এখানে একত্র সুন্দর এক পুকুর কঙ্কলিলায় উপুরমুখি
বৃষ্টি ও শাপলা ফোটায় ফ্ল্যামেঙ্কো তর্জনে বর্ষার মল্লার

যাবতিয় মেঘ সেই পুকুরের  ওপর স্তরে স্তরে
থেমে বাজায় বলেরো অর্কেস্ট্রার ঝঙ্কার
আর তারপর এদিক সেদিক দিগবিদিক
পশলাপশলা মুষলধারে বা ঝিরিঝিরি যা যা পাও
সাধ্যমত দাম দিতে তাকাও চয়নের কবিতার দিকে

বলেরো কি সঙ্গিত না কি  আমাদের রক্তচাপের আবহাওয়া
চোখ খুল্লাম : পানি ও বাতাসের তিব্র ধাওয়া পাল্টাধাওয়া 
আগুন ঠান্ডালো ভ্রু বুক উরুসন্ধির মরম মিমাংসায়
রেংগুন সনেটগুচ্ছে  লিখেছিলাম, 'বৃষ্টি হলে ছাতা খুলতে নেই,
বৃষ্টি সবুজকে ভেজায়!' কোন সে ব্যাং রাজকুমার সময় থামালো    
ব্রিটানি সাগরপারে ঢাকাই তরাশে  বনতরুদের রক্তচাপ নিরুপনে

উপুরমুখি কঙ্কলিলায় পুকুর এক সুন্দর একত্র এখানে

চয়ন খায়রুল হাবিব
২৬/০৫/১৮
ব্রিটানি

দ্রস্টব্য, ফোনে চোদ্দপদি ভেঙ্গে যাবে।