Tuesday 2 August 2016

ছড়া ও ছড়াকার


জব নাই
তাই গুজব রটাই
ব্যাবসা নাই
তাই ধর্ম-ব্যাবসা করে বেড়াই

কাব্য জানি নাই
তাই ছড়ামিলে মনোকষ্ট উত্রাই
সবার চেয়ে বেশি খাই খাই
তাই ইতর ও হিজাবি-জঙ্গি-অভিভাবকের ভেদ নাই

ঢাকাতে খাই টরোন্টোতে খাই
লন্ডনে খাই প্যারিসে খাই শিল্পকলা খাই চিত্রকলা খাই
খেতে বসা লোকজন খুন করে আল্লা-আল্লা চিল্লাই
অযোগ্য পাতে সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার জমাই

মসজিদ কমিটিতে আমি মিয়াভাই
সুন্দরবন ও দেশপ্রেম কমিটিতে বাঘমামার দুধ দোয়াই
বাঘের বাচ্চাও এত বাঘের দুধ খায় নাই
সাব্বাশির চাপড়ানিতে সেক্সচেঞ্জ টাকমাথায় পরচুলা চড়াই

বিস্ময়বোধক ও প্রশ্নবোধক চিহ্নের মানে বুঝি নাই
আমার পরিচয়ে আমি কি যে সুখ পাই
চোখের বদলে চোখের বদলা হিশাব  পাই পাই
গুনেবুঝে ছড়াকারের পেটুক হাসি মুখোশে রাঙ্গাই

বাদ থাকে পরিতৃপ্তির ভুরিভোজ হাই
হাইটুকুর চাদবিন্দু খুলে চাদ্মুখি স্ত্রিকে পাড়া বেড়াতে পাঠাই
কিন্তু স্ত্রি বলেঃ আপনারতো লিঙ্গই নাই
তাইলে কোন পরিচয়ে ভাসানির হককথা জামাতি-কুহকে পেচাই

ঃএহ, বললেই হৈলো, লিংগ নাই
তাইলে কিভাবে এতকাল আমাকে বল্লা জামাই

ঃসেইটাতো সহজ হিশাবের বারফট্টাই
কল্লাকাটা কালচারে একের ধড়ে আরেকের মুন্ডু বসাই

ঃযাও, তাই করো, যেভাবে পরিদেহে আমরা ভুতকে নাচাই
পাড়া বেড়াতে যাও, কি যে লাগায়ে দিলা ভাই

ঃতোবা, তোবা, স্ত্রিকে ভাই বলতে নাই
কিভাবে যে লিংগহিন ছড়াকারকে কবিতার কানুন শিখাই

দাম্পত্য-কাজিয়ার খ্যাতা কিলাই
যা বলছিলাম তাতে ফিরে যাই
নবাবগঞ্জের আগে য্যামন শব্দের চাপাই
বংগভাষার রংগমেলাতে আরবিতে রসভঙ্গের স্থান নাই


চয়ন খায়রুল হাবিব
২/০৮/১৬
ব্রিটানি