Tuesday 4 August 2015

সাকি'র খাটি বাংলা কিন্তু ঘেটুপোলা

খাইয়ামের রুবাইগুচ্ছে বিহ্বল ব্রিটিশ লেখক হেক্টর হিউ মানরো নিজের লেখক নাম রেখেছিল 'সাকি'!সাকি-রুপি মানরোর জন্ম ব্রিটিশ রাজের  বার্মাতে পুলিশ বাপের ঔরসে এবং পরে বাপের মত রাজ-পুলিশে চাকুরি গ্রহন!পুলিশি চাকুরির পুরোভাগ জুড়ে মানরো সাকি নামে লেখালেখি চালায় এবং সেসব লেখা ব্রিটিশ রাজে বিপুলভাবে প্রচারিত হয়!হতে পারে, ফিটজেরাল্ড অনুদিত রুবাইয়াতি-সাকি'কে মানরোর মনে ধরেছিল!


ফার্সিতে 'সাকি' হচ্ছে পানশালার মনোরঞ্জক এবং সুরাপাত্র ভরপুর রাখবার কিশোর বা বালক পরিচারক!লেখাই বাহুল্য যে খাইয়ামের জমানায় শিরাজ অঞ্চলের আঙ্গুরজাত ইরানি সুরার কদর ছিলো বিশ্বের সমস্ত অভিজাত দরবারে!শিরাজ অঞ্চলে এখনো ব্যাপক আঙ্গুর চাষ হয়, তবে তা শুধু কিসমিস রুপান্তরে সিমিত!শিরাজের সে সুরা নাই, রুবাইয়াত এখন বন্দি গবেষকের কেঠো চৌহদ্দিতে! রুবাইয়াত, না কি হিউ মানরোর ছদ্মনামের বরাতে বাংগালি বাবু সমাজের নাম-ফিরিস্তিতে সাকি-যোগ তা বলা মুশকিল!আমার ধারনা, সাহেবের মুখে ঝাল খেয়ে আরো বিবিধ আঞ্জামের সাথে 'সাকি' নামটা ভাষাবিজ্ঞানের উদ্ধৃতিচিহ্ন ছাড়ায় বাংগালির নৈমিত্তিকতায় ঢোকে!

জাপানে চাল নিংড়ানো মদকে বলে 'সাকি' বা 'সাকে'; আমাদের পাহাড়িরা যাকে বলে দোচুয়ানি!মহানৃশংস জাপান যুদ্ধে জিতলে বাবুদের ভাড়ারে মজুত হতো দোচুয়ানি এবং ছেলে মেয়ের নাম হতো সাকে, তা আর লিখতে!সাকে বা দোচুয়ানি ছাড়াই হারাকিরির ঘটনা অবশ্য জাপানের চেয়ে এখন বাংলা মুলুকে বেশি!যাক, মুল প্রসঙ্গে থাকি!দেহত্যাগের আগে হুমায়ুন আহমেদ বাবু সমাজকে ঢাকাই ফিল্মের ইঙ্গিতপুর্ন ভাষাতে 'ঘেটুপুত্র' বা 'ঘেটুপোলা'র যে বিবরন দিয়ে গেছেন: সামন্ত বাবুর মনোরঞ্জনে নিয়োজিত পরচুলা পরা, লিপস্টিক রাঙ্গা, গালে রুজ মাখা, ঘাগরা-চুড়িদার-পরা-ঘুঙ্গুর-বাজানো, তামাক সাজানো  সে-বালক বা কিশোরের সাথে ফার্সি সাকি'র ব্যুৎপত্তিগত বায়োডাটা মিলে যায়।



সাহেবের মুখে ঝাল খাওয়া বাবু সমাজে  সাকি'র পাশাপাশি একদিন ঘেটুপোলাও আদুরে নাম-ফিরিস্তিতে জাতে উঠতে পারে; সংক্ষেপ করা যেতে পারে 'ঘেটু'; হুমায়ুন আহমেদ তার সংস্কৃতায়নও জারি করে গেছেন, 'ঘেটুপুত্র...'!ধেই ধেই করে হুমায়ুনের ছবিটা ওস্কার চলচ্চিত্র বিচার সভায়ও পাঠানো হয়েছিল।নিশ্চয় সাম্রাজ্যবাদি এবম্বিধ ষড়যন্ত্রের কারনে ছবিটা ওস্কারের কোন শাখাতে পুরস্কার লাভে ব্যার্থ হয়!যে কোন একটা শাখাতে ওস্কার পেলে নিশ্চিতভাবে সে-বছর এবং আরো আরো বছর 'ঘেটুপোলা' বাবু সমাজের সমকালিন ফ্যাশানেবল নাম-ফিরিস্তিতে হাজার বার জড়িত হয়ে যেত, মায় মেয়েদের নামও রাখা শুরু হতো 'ঘেটুপুত্র'!হুমায়ুনের ছবিকে ওস্কারের বিচারসভায় গছানোর খবরে অনেকে হয়ত ক্রিকেট-হুজ্জুতির মত  আগাম ছেলেমেয়েদের নাম রেখে দিয়েছিলো 'ঘেটুপুত্র', 'ঘেটুপোলা'; পরে সাত তাড়াতাড়ি তা সাকি, বাকিতে বদলে ফেলেছে!সাকি ভাই, সাকি আপা... ঘেটু ভাই, ঘেটু আপা...ব্যঞ্জনায় কিন্তু মন্দ নয়!

চয়ন খায়রুল হাবিব
৪/০৮/১৫
ব্রিটানি