Sunday 16 August 2015

শুশুক ও শরতের টোকা

শুশুকঃ

এটাকে কি শুশুকতারা বলে, এটাকে কি শুশুকতারা বলে

এরকমটা শুধায়ে শুধায়ে শত শত লাইন ইরাবতি-শুশু কারেন্ট এফেয়ার্সকে
শুশুকে সরায়ে সুন্দরবনের বেমক্কা টান ভরাকোটালের কম্পাসকে ক্ষ্যাপায়

মৃত জেলেদের নোনা কঙ্কাল চেচায়ঃ ঐ বনবিবি আমাদের জাল ফিরায়ে দে
ঐ মনসা মাই আমাদের মহাল ফিরায়ে দেঃ আর্ক্টিকের ইলেক্ট্রিক-টেরিফিক-তুফান
সেই যে একটা আনবিক ডুবোজাহাজ বরফ-জমাটি-পানিতলে যোগাযোগ বিচ্ছিন্ন হলো
না ফেরা নাবিকদের সর্বশেষ মসস্কাম সমকাম উভকাম মনের মানচিত্রকে নিলো
বাধ্যতামুলক নিস্তরঙ্গতায়

তরঙ্গদের পাশের বাড়িতেই শুশুকদের সংসার আর নিজ বাড়িতে জলদস্যুতার ট্রলার
আউটলদের নাম নিশানাঃ পাইরেটদের পরম ঠিকানাঃ অন্তরঙের খাড়িপথে
মৃত সাগরের পুথি নিজেকে লুকায়

সাথে লুকায় পসরা পসারিনি চাল চিনি ঘেউ এবং উন্মাদ উন্মাদিনি
ঢেউ এর পর মহাঢেউ মহাজলতরঙ্গিনি শঙ্খনিল শঙ্খচুড়ের ডাকে
ছিন্নভিন্ন মহাকালের নিরবচ্ছিন্ন শুশুক সন্তানেরা

''সারেং বৌ'' সিনেমার সেটে নরম আলোকিত অন্ধকারে কবরির পুরুষ্ঠ শুশুকে
সারেং ফারুক ঘষে তার তেড়াবেকা মুখ

তির্থের কৈলাশকে বান্ধো সরোবরের মানসঃ মৃত সাগরের পুথি কি এবার জিন্দাফরাশ হবো
একদল কিশান হবো আরেকদল যাযাবর ~ মাছ খাবোনা পুরানের পুরুতেরা

উন্মত্তদের ডাকা হবো প্রায়শ্চিত্তের অতিত খালাসি
জেলেরা যাতে কখনোই না হতে পারে শুশুকবিলাসি

কাহাতক আর এইসব হাবিজাবি শোনা ~~ ব্রজেন বাবুর ঘাড়ে মহাঝাপ্টাবাজ চ্যানেলের ফ্যানা
অল্পতলেই শুশুক-শিশুরা শিখে পাসপোর্ট ভিসা আবেদনের তুরুমতাজ জল্পনা

লোয়া আটলান্টিক তিরে নন্ত শহরে ছিলো শুশুক বান্ধব সন্ত জুল ভার্ন
হাজার হাজার লিগ তলায় সে পাঠালো কল্পজাহাজ নাটিলাস যার অধ্যক্ষের নাম নিমো ~ মানে নাম নাই

দ্যাখো দ্যাখো রিয়ো দেল প্লাতায় শুশুকের সওয়ার উভচর ইকথিয়ান্ডর
আর জেলেকন্যা গুত্যিয়েরের আজব প্রেমকাহিনি শোনালো রুশদেশের তাজব বেলায়েভ

সমতল না বোঝো পাহাড়ও না বোঝো অবুঝের ধুকপুকই কি ইরাবতি শুশুকের অন্ধ জিবন
সে জানে দুর্লভ শামুকের বন্ধ অন্দরে ডুবুরিদের তবক দেয়া পান খাওয়ার প্রাচিন অভ্যাস

এইবার যন্ত্রকাতর সভ্যতার শুশুক-শুমারির পালাঃ মহাপ্লাবনের তোড়
মহানৌকায় চড়লো জলজংলার যাবতিয় জিবাত্মার জোড়

নুহ কি তাহলে নাবিক ছিলো
ইউনুস নবিই বা কি করে তিমির পেটে গেলো

প্রতিক ভাংলে দেখা যাবে ভুত প্রেত ডাকিনি যোগিনি আসলে মহাকালের শুশুক-সঙ্কেত
বিকিনি দিপের তেলতেলা উদিলা নারকেলি গন্ধ ব্যালকনিতে দাড়ালেই ঘির ঘির ঝির ঝির

মনে নাই কি ~~ অসুস্থ হলেই দাসদের জিবন্ত ছুড়ে মারা হতো নাব্যতার শুশুক-সাগোরস্থানে

২২/১০/১১
ব্রিটানি

শরতের টোকাঃ

কয়েক থোকা
রক্তাভা চিয়ার লিডারের
প্রবল দাপাদাপি বদলে বদলে
ইঙ্গিতে কিসের অপেক্ষায়
একটা লৌকিক শুশুকের সাতারের পাশে
আরেকটা অলৌকিক শুশুকের
ঘাই

একটা রজনের গরমের পাশে
আরেকটা রজনের পাতাঝরা কাপাকাপি
মাঝবাতাসে অপরকে শোনালোঃ
শেরপাদের তরাই থেকে নেমে আসা
নৈশব্দের নেপালি
উত্রাই

বনসংলগ্ন ইন্ডোর কোর্ট
যতই বিজন হোক
রক্তগোলক দাপাতেই
শরতের শব্দার্থঃ কমলাভা বাস্কেটবলের অনোমেটাপাই

দর্শকেরা চলে গেলো
চিয়ারলিডারের গা থেকে
ফোটায় ফোটায় শরতস্বজন
এবং সজ্ঞ্বার কাশফুলে
গ্রিস্মকাল ছুড়ে ফেলে সিল্কের সাজপোষাক চাই
সকলের কিন্তু আবার সে সামর্থ্য নাই

চেনাজানা রক্তগোলার্ধ
হঠাত অচেনা অজানা শক্তগোলার্ধ
দিঘল শরত সম্মোহনে
চাদবন্দি এক দুনিয়াবি উপন্যাসিক
নায়িকা চন্দ্রমুখি
ও সহনায়িকা পার্বতির
স্বপ্নগোলকে ছুড়ে মেরেছিল
ঝাক ঝাক অলৌকিক শুশুকের ঘাই
একের পর এক নৈশব্দের নেপালি উত্রাই
শরতের শব্দার্থঃ কমলাভা বাস্কেটবলের অনোমেটাপাই

ইঙ্গিতে কিসের অপেক্ষায়
কয়েক থোকা
রক্তাভা চিয়ার লিডারের
প্রবল দাপাদাপিঃ বদলে বদলে ওগো আশ্বিনের অহমিকা
ওগো শরতের টোকা

২১/১০/১১
ব্রিটানি