Thursday, 7 May 2015

নভেরা নিয়ে প্রথম আলোর ইন্নালিল্লাতেই গলতি

'আকাশনিল
হংসিগুলো
অংশিদার এখন
পথহারা ঘরছাড়া
নভেরা-নিল-নিষাদের
 
বাংলাদেশি  ভাস্কর্যের বড় আম্মা
কেন গো হংশিদের পালকে
এমন বিষাদ'




ওয়াইকিপিডিয়া: 'নভেরার জন্ম সুন্দরবনে, ১৯৩০ সালে।' প্রথম আলো: 'নভেরার জন্ম ২৯ মার্চ ১৯৩৯ সালে।'

ওয়াইকি জানাচ্ছে, ''নভেরা লন্ডনে যান ১৯৫০এ...১৯৫১ খ্রিস্টাব্দে ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটসের ন্যাশনাল ডিপ্লোমা ইন ডিজাইনের মডেলিং ও স্কাল্পচার কোর্সে ভর্তি হলেন...  (লন্ডনে আসবার আগে) নভেরা কলকাতার লরেটা থেকে ম্যাট্রিক পাস করেন।...১৯৪৭-এ ব্রিটিশ শাসনাধীন ভারত ভাগ হয়ে যাওয়ার পর তারা পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) কুমিল্লায় চলে আসেন। এ সময় নভেরা কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। পিতার অবসরগ্রহণের পর তাঁরা সবাই আদি নিবাস চট্টগ্রামে গিয়ে স্থায়ী বসবাস শুরু করেন। চট্টগ্রাম কলেজে ভর্তি হয়েছিলেন নভেরা।....১৯৫৪ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে নভেরা আহমেদ ও হামিদুর রহমান একসঙ্গে ফ্লোরেন্সে যান। প্রথমে তাঁরা শিল্পী আমিনুল ইসলামের আতিথ্য গ্রহণ করেন এবং পরে তিনজন একত্রে একটি স্টুডিওতে উঠে যান।''

প্রথম আলো মেনে নিলে নভেরা মেট্রিক, কলেজ ইত্যাদি শেষ করেছিল ১০ বছর বয়সে, আর ফ্লোরেন্সে গিয়ে স্টুডিও ভাড়া করেছিল ১৪, ১৫ বছর বয়সে!বিভিন্নরকম খবরে প্রথম আলোর যেসব কারসাজি ও ফাকিবাজি থাকে সেসবকে গন্য করে জন্মসালের বিপত্তিতে আমি ওয়াইকির তথ্যকেই মান্য করছি!

নন্দন সমঝদারগন, আসুন স্মরন করি, 
'বাংলাদেশি ভাস্কর্যের বড় আম্মাকে' মহাকাব্যিক 'নভেরায় হংসনিল'!

চখাহা
ব্রিটানি/ফ্রান্স
৭/৫/১৫

ছবি: মঞ্জুরুল আজিম পলাশ