Wednesday, 6 March 2013

উগোর শেষ টুইটঃ Gracias a Venezuela por tanto amor!!!



আমিওতো গুটিশুটি বসেই ছিলাম
ঐ ৪ মিলিয়ন কয়েকশ হাজার টুইট ফলোয়ারের মত
১৮ই ফেব্রুয়ারি থেকে যারা কোন বিদায়ের ভাষা শিখে নাই
কিভাবে তারা বিদায় জানাবে শুভরাত্রিকে শুভসকালের খেলায়

প্রত্যেক রাতে ঘুমানোর আগে একবার করে
নামের উচ্চারন না জানা গোলগাপ্পু মানুষটার টুইটার
 খেলনা এত মনোরম হতে পারে তাতো কখনো জানা ছিলনা

তারপর ১৮ই ফেব্রুয়ারি পড়লামঃ
''Gracias a Venezuela por tanto amor!!!''
কোনরকম অভিধান ছাড়াই তার অর্থ করলামঃ
গুটিশুটি গুটি পোকা থেকে মিলিয়ন মিলিয়ন প্রজাপতির পাখনা

জানাজাতে অল্পদুর থেকে সান্দিনিস্তা ওর্টেগা হাসতে হাসতে বলেই ফেল্লোঃ
উগোর মোচ ছিলনা আমার মোচ আছে
amorএর অর্থ প্রজাপতি কোরনা আবার করতেও পারো
কাল্ট বা অকাল্ট যেভাবেই দেখানো হোক আমরা কেউ আসলে একরকম না

চয়ন খায়রুল হাবিব
৬/০৩/০৭
ব্রিটানি-ফ্রান্স



উগো চাভেজের শেষ দুটি টুইটঃ
Feb 18 Hugo Chávez Frías ‏@chavezcandanga
Sigo aferrado a Cristo y confiado en mis médicos y enfermeras. Hasta la victoria siempre!! Viviremos y venceremos!!!

Feb 18 Hugo Chávez Frías ‏@chavezcandanga
Gracias a Fidel, a Raúl y a toda Cuba!! Gracias a Venezuela por tanto amor!!!