Saturday, 2 March 2013

পৈশাচিকতার পগ্রম: মওদুদি-মাও-মেকানিজম



রাজীব হায়দার হত্যার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্র
(১)

নর্থ সাউথের যে ছাত্ররা রাজীব হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছে তাদের পেছনে জামাত-শিবিরের সরাসরি ভুমিকার অভিযোগ য্যামন রয়েছে; তেমনি মার্ক্সবাদি-মাওবাদি বলে কথিত অনেক ধুরন্ধরেরাই এই হত্যাকান্ডসহ ২০১৩র জামাতি রায়টের নৈতিক দায় এড়াতে পারে না!এই ধুরন্ধর মুদ্রারাক্ষস-মাওবাদি-মার্ক্সবাদিদের ক্ষমতালোভি হিনতমো উচ্চাভিলাষ  থেকেই  জামাতি-মার্ক্সিস্ট টার্ম!কিন্তু সেই টার্ম কেবল তত্বে সিমিত থাকে নাই; কারন হয়ে দাডিয়েছে শত শত দরিদ্র পরিবারের সর্বস্ব হরনের!অথচ এই দরিদ্রদের দোহাই পেড়েই এই কপটাচারি সাইকোপ্যাথেরা এসব তত্ব কপচেছিল এবং এখনো কপচাচ্ছে!


২০০৭/৮এ যখন বিডিনিউজ২৪ এর আর্টস বিভাগে কবিতা,  শিল্প বিষয়ে বিভিন্ন রচনা দিতে শুরু করি অনেকেই স্বাগত জানিয়েছিল।কিন্তু কিছুদিন পরেই  বুঝতে পারি যে বিডিনিউজ২৪.কম এর আর্টস বিভাগের ততকালিন ভারপ্রাপ্তদের অন্যান্য কিছু এজেন্ডা আছে!শামসুর রাহমানকে নিয়ে বিকৃত তথ্য প্রদান সে- এজেন্ডার একটা থিমে দাড়িয়ে যায়; বেছে বেছে এখানে মধ্যপ্রাচ্যের  এমনসব সন্ত্রাসি ধারনা এবং সংগঠনের নাম নেয়া হতে থাকে  যেসব ধারনা/সংগঠন এমন কি প্যালেস্টাইন লিবারেশান অর্গানাইসেশনের কাছেও প্রত্যাখ্যাত!ধর্মের নামে নির্বিচার হত্যাযজ্ঞ, বোমাবাজি, সন্ত্রাসিদের 'সত্যাগ্রহি' বলে বন্দনা করে যাদের হাত দিয়ে এই লেখাগুলো, আর যারা এসব লেখাতে সাবাশি দেয় নর্থ সাউথের মত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে তারাই পরামর্শক, শিক্ষক!

এই তত্ববাজেরাতো কোনরকমেই বিপ্লবিও নয়, যোদ্ধাও নয়!তত্বের আড়ালে লুকানো এরা যেমন ক্রিমিনালি অসুস্থ, এদের আঙ্গুলি হেলনে চালিত গুপ্তঘাতকেরাও তেমনি নিউরোলজিকালি মানষিকভাবে পঙ্গু!পঙ্গু বলেই তত্বের হুইল চেয়ারে ভর করে জিবন চালায় এবং অন্যের যাপনের বিরুদ্ধে নৃশংসতমো অপরাধ করেও তার দায় স্বিকার করতে পারে না!  


আল মাহমুদঃ ''ইসলামি ছাত্র শিবির একমাত্র নৈতিক সংগঠন...''

অনেকে প্রশ্ন করতে পারে, এসব জেনেশুনে একজন চয়ন কি কিছু করেছিল?হ্যা, করেছিল!শামসুর রাহমানকে নিয়ে তথ্য-টুইস্টের প্রতিক্রিয়া লিখেছিলাম নিজেরই ব্লগে; আর ধর্মান্ধ বোমাবাজদের বন্দনাকারি এক সাইকোপ্যাথের  একটা লেখার নিচে বিস্তারিত সমালোচনাসহ প্রতিবাদ করেছিলাম খোদ আর্টসবিডিতেই!তারপর ৫ বছর আর্টস,বিডির সাথে আসসালাম! খেয়াল করেছিলাম যে কবি, লেখক ও বুদ্ধিজিবি পরিচিতি পেতে প্রথম আলো, আর্টসবিডি থেকে শুরু করে বাংলা একাডেমিতে কতজনই না বিভিন্ন জটিল তত্ব দিয়ে জায়েজ করা অশুভ, অন্ধ প্রতিক্রিয়াশিলতার সাথে আপোষ করছে!সবই এরা করে সংগ্রাম, বিপ্লবের আড়ালে!ধর্ম-ব্যবসায়িদের আড়াল করতে মুক্তিযুদ্ধ্বের পক্ষ্যের শক্তিকে এরা স্বাধিনতা-ব্যবসায়ি বলে গাল দেয়!ঠিক যখন জামাত-শিবির নোয়াখলিসহ দেশের বিভিন্নখানে সংখ্যালঘু জনপদগুলোতে হত্যা, লুটপাট চালাচ্ছে তখন বদরুদ্দিন উমর 'সংখ্যালঘু'র নয়া সংগা দিচ্ছে এবং হিন্দুরা তার ভেতর পড়ে না বলে বলছে!বিশ্লেষনের নামে যে বিকৃতি কথিত মার্ক্সবাদি, মাওবাদি-মুদ্রারাক্ষসেরা চাপিয়েছে তার থেকে মুক্তির মঞ্চই গড়েছে শাহবাগের আন্দোলন!স্পর্শকাতর তরুন তার অস্তিত্ব, পরিচয়ের সঙ্কট এড়াতেই  খুজে নিয়েছে তার মেরুকরনের রসদঃ আল মাহমুদ, আব্দুল্লাহ আবু সায়িদ, বদরুদ্দিন ওমর গং  পার হয়ে জন্মেছে 'প্রজন্ম'!

একটা প্রশ্ন থেকে যায় বাংলাদেশের সাহিত্য সাময়িকির ভারপ্রাপ্তদের কাছেঃ তত্বিয় ডগমাবাজদের, মুক্তিযুদ্ধ বিরোধিদে্‌র, কথিত নিরপেক্ষদের খোজে/প্রচারনায় যে ব্যাস্ততা, মুক্তচিন্তার মেধাবিদের খোজ়ে সেই ব্যাস্ততাটা নেই কেন?দেশে, প্রবাসে বাংলাদেশের মুদ্রাস্ফিতি, মেধাস্ফিতির সুজোগ নিয়ে কবি, বুদ্ধিজিবি হবার তাড়নাতে যারা প্রতিক্রিয়াশিলদের বিভিন্ন রকম ছাড় দেয়; মেধাবিদের এড়িয়ে যায় তাদের প্রতিও একই প্রশ্ন!একজন মাহমুদুর রহমান নামের টুইস্টেড-পিশাচ তৈরি হবার আগে বহু মৌন-মিনিয়েচার তার পথ প্রসস্ত করে দেয়!রাজীব হায়দার হত্যা, বিডিআর হত্যা, রামুতে বুদ্ধ মন্দির পোড়ানো, ২০১৩তে খুন, ত্রাস সবের পেছনেই এই তত্ববাজদের ইন্ধন আছে!


যাত্রিবাহি ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে আল মাহমুদি 'নৈতিকতার ধ্বাজাধারি্রা
(২)

লক্ষন মিলায়ে মনে হচ্ছে শুধুমাত্র বাংগালি হবার দায়ে বাংলাদেশেই বাঙ্গালিদের পরিকল্পিত-পগ্রমের লক্ষ্যবস্তুতে পরিনত করা হয়েছে!মনে রাখুন যে পাকিস্তান ধরনের রাস্ট্র এবং তাদের সমর্থকদের হাতিয়ারই হচ্ছে  বর্ন, ভাষা, ধর্ম, জাতিভিত্তিক বিনাশ বা দির্ঘমেয়াদে পগ্রম চালানো!

অনেক সময়ে পগ্রমকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে গনপ্রত্যাখ্যাত গোষ্ঠি রাস্ট্র পরিচালনায় অংশিদার, এমন কি মুল নিয়ামক শক্তি হয়ে যায়!ফ্যাসিবাদি হিটলারের নাজি পার্টি এরকম একটি গনপ্রত্যাখ্যাত শক্তি ছিল!ইহুদিদের ওপর পগ্রম চালিয়ে, সংসদ জ্বালিয়ে দিয়ে গনপ্রত্যাখ্যাত নাজি পার্টি জার্মানির ক্ষ্মতা দখল করেছিল!তারপরের ইতিহাস সকলের জানা!এই নাজিরা পরাজিত জাতিদের নাম দিয়েছিল আনুষ্ঠানিক, অভিধানিকভাবে তেলাপোকা, আরশোলা ইত্যাদি!বিশ্বযুদ্ধে বিজয়ের পর মিত্রশক্তি জার্মান, ইটালিয়ান, জাপানি নাজিবাদিদের দলগুলোকে কেবল নিশিদ্ধ্ব করে নাই, ক্রিমিনালাইজ-ও করেছিল!ক্রিমিনালাইজ করা হলে একটা সংগঠন এবং দোসরেরা কোনরকম আর্থিক কর্মকান্ডে আর জড়িত থাকতে পারে না!

মনে রাখবেন, পাকিস্তান রাস্ট্রের শুরুতেই পগ্রমের হুমকির মুখে পুরান ঢাকার কয়েক প্রজন্মগত আরমানিটোলার আরমানিরা, আজিম্পুরের চিনা সম্প্রদায় পুর্ব পাকিস্তান ছেড়ে ভেগেছিল!প্রজন্মের পর প্রজন্ম একটা শহরের সাথে ব্যবসায়িক, সামাজিকভাবে জড়িত এই আরমানি, চিনা, মগেরা কি ধরনের বিনাশি হুমকির মুখে ঢাকা ছেড়েছিল, তার কোন হদিশ মেলে না পাকিস্তান-বেত্তা-ইতিহাসবিদদের কাছে!তবে ১৯৭১এর  মারনযজ্ঞ এবং ২০১৩তেও মওদুদিবাদি খুনিদের হত্যাযজ্ঞ্ব বলে দেয় যে মাওয়ের অনুসারিদের হাত তালির ওপর  ভরসা রেখেই দির্ঘমেয়াদি বিনাশি পগ্রমগুলো বাস্তবায়ন করা হচ্ছে!যুদ্ধাপরাধি বিচার এবং ২০১৩তে শাহবাগের ধাক্কায় অবস্য এই দুই পক্ষেরই পারস্পরিক ভরসার জায়গাটা টলে উঠেছে!

চয়ন খায়রুল হাবিব
৩/০৩/১৩
ব্রিটানি-ফ্রান্স