রাজীব হায়দারের নৃশংস হত্যাকান্ডের পর যখন খবর আসে শাহবাগ থেকে ফেরবার সময় সাংবাদিক সুমন মাহবুবের আক্রান্ত হবার তখন দির্ঘ মেয়াদি অবিচলতার জন্যই স্বল্প মেয়াদে ঠিক করে নিতে হয় চলমান প্রত্যয়ের লক্ষ্যভেদি নিশানা!
১৯৫২'র পর একুশে ফেব্রুয়ারি এসেছে অনেক বার!এবারের ভাষা দিবস আমাদের দাড় করিয়ে দিচ্ছে পরিচয়গত সুষ্পষ্ট মেরুকরনের সামনে!সেই সিমারেখায় ধর্মবিশ্বাস কিছুতেই প্রজন্ম চত্বরের থার্মোমিটার হতে পারে না!রাজীবের হত্যাকান্ড নির্দিষ্ট করে দিয়েছে প্রজন্ম চত্বরের পারদাঙ্ক!জিবিত লাকী আক্তারেরা, আসিফ মহিউদ্দিনেরা ধর্মে বিশ্বাস করে কি না এ-প্রশ্নের উকি মাত্রই প্রজন্ম চত্বরের অর্জনকে অসম্মান করা হয়; আমরাই হয়ে দাড়াই রাজীবের ঘাতক!কিন্তু আমরা তা নই!