সিমান্তরক্ষিদের টুইটারঃ
চড়ুইকে গাছপাকা বরুইগুলা গাছপাকা বরুইকে চড়ুইগুলা
চিরর চির চিরররররররররর পালকেরা পাড়া বদলে
পাহাড়েরা দেহ বদলে গারোরা ত্রিপুরায় ত্রিপুরান'রা বার্মায়
বার্মিজেরা কম্বোডিয়ায় এবং ইত্যকার সিমান্ত সংরক্ষনের যে দুষন
তার কালিঝুলি ঠেলে গভির নল্কুপগুলার সিমান্তবিহিন জলে
৯ই ডিসেম্বারের শিতকালিন পশলা পশলা বর্ষাপাত
ক্লান্তিকে কান্তিময় করে কারাবন্দি সিমান্তরক্ষিদের যারা পাহারা দিচ্ছে
কারাপ্রাচিরের বাইরে তাদের বর্শাতি ছুলো
সিমান্তবর্তি টিউবওয়েলগুলাতে চাপ দিতেই
ট্রানজিট ধরে ধরে জয়পুরের বরুইগুলা বগুড়ার চড়ুইদের মুখে
গোয়ানিজদের হাড়িয়ার সাথে সুন্দরবনের শুটকি ভাজা
মানিকগঞ্জের মুড়কি বাতাসা অরুনাচলের অরুন কুয়াশার নিচে
চিবাতে চিবাতে ঘরোয়া পর্যটকেরা জ়ানতে পেলঃ
২০১০ এর পর বাংলাদেশের সিমান্তরক্ষিদের
বিদ্রোহের জন্য
মৃ
ত্যু
দন্ড দেয়া হবে বলে
সাংসদেরা আইন পাস করেছে
সিমান্তবর্তি ঘরোয়া পর্যটকেরা আরো পড়তে পেলঃ
চড়ুইকে গাছপাকা বরুইগুলা গাছপাকা বরুইকে চড়ুইগুলা
চিরর চির চিরররররররররর টুইট টুইট সিমান্তরক্ষিদের টুইটার
চখাহা
১০/১২/১০
ঢাকা
জুলেখা নগরের মির্জাঃ
একটা ষাড় এবং ষাড়টার কুজে মাছকন্যা-জ়ূলেখা জনমভর
কুচকুচে কালো ষাড়টার শিংয়ের রং সবুজ
গোলাপিতে গড়াতে গড়তে মাছকন্যা ষাড়টাকে গিলে খেল
কিন্তু সবুজ শিংটা প্রানে ধরাতে মুকুটে পরে নিল
সবুজ শিংয়ের সেই মাছকন্যা-জ়ূলেখা
যেখানেই সাতরায় সেখানেই নোনার ভুরভুরিতে প্রাচিন পাথর
পাথরের ভিতর এক মির্জার আলখিল্লা
আলখিল্লার ভিতর গালিব
গালিবের ভিতর মাছকন্যা-জ়ূলেখা সংশয়ের সিমারেখাতে
নিজেকে ভেবেছিল সমুদ্রের গ্রন্থাগারিক
কিন্তু ঢেউয়ের পর ঢেউ বইয়ের তাকগুলা শুন্য
তাতে অবস্য মাছকন্যা-জ়ূলেখা দমলোনা
নিজেকে সমুদ্রের গ্রন্থাগারিক ভাবাও থামায়ে দিলনা
বরং নিজের ভিতর উধাও ষাড়ের কুজ লেজ পায়েদের
কাছে জানতে চাইলোঃ
ও ষাড় ও ষাড় তুমি কি ডুবাজাহাজ না কি উড়াজাহাজ
উগরানোর চেষ্টা করতেই
পিন্ড পিন্ড ষাড়'টা খুবলে ধরলো মির্জার হৃতপিন্ড
গড়াতে গড়াতে তা একটা অন্ধগলিতে কোমাটোজ়
চারপাশে কয়েক হাজার বছরের সাপলুডু
দান পাশা উলটে কয়েক হাজার বছরের জিবিত মৃত সমস্ত ব্যান্ড পার্টি
সবাই সবার দিকে চোখ গোল গোল
মাছের আশের চশমায় সাটা ক্রিস্টাল কম্পাসগুলা
মাছকন্যা-জুলেখাকে কুজে বয়ে ভেসে যাচ্ছে
সবুজ শিংযের কালোয়াতি ষাড় কিম্বা জুলেখা নগরের মাতাল মির্জা
চখাহা
৮/১২/১০
ঢাকা
চড়ুইকে গাছপাকা বরুইগুলা গাছপাকা বরুইকে চড়ুইগুলা
চিরর চির চিরররররররররর পালকেরা পাড়া বদলে
পাহাড়েরা দেহ বদলে গারোরা ত্রিপুরায় ত্রিপুরান'রা বার্মায়
বার্মিজেরা কম্বোডিয়ায় এবং ইত্যকার সিমান্ত সংরক্ষনের যে দুষন
তার কালিঝুলি ঠেলে গভির নল্কুপগুলার সিমান্তবিহিন জলে
৯ই ডিসেম্বারের শিতকালিন পশলা পশলা বর্ষাপাত
ক্লান্তিকে কান্তিময় করে কারাবন্দি সিমান্তরক্ষিদের যারা পাহারা দিচ্ছে
কারাপ্রাচিরের বাইরে তাদের বর্শাতি ছুলো
সিমান্তবর্তি টিউবওয়েলগুলাতে চাপ দিতেই
ট্রানজিট ধরে ধরে জয়পুরের বরুইগুলা বগুড়ার চড়ুইদের মুখে
গোয়ানিজদের হাড়িয়ার সাথে সুন্দরবনের শুটকি ভাজা
মানিকগঞ্জের মুড়কি বাতাসা অরুনাচলের অরুন কুয়াশার নিচে
চিবাতে চিবাতে ঘরোয়া পর্যটকেরা জ়ানতে পেলঃ
২০১০ এর পর বাংলাদেশের সিমান্তরক্ষিদের
বিদ্রোহের জন্য
মৃ
ত্যু
দন্ড দেয়া হবে বলে
সাংসদেরা আইন পাস করেছে
সিমান্তবর্তি ঘরোয়া পর্যটকেরা আরো পড়তে পেলঃ
চড়ুইকে গাছপাকা বরুইগুলা গাছপাকা বরুইকে চড়ুইগুলা
চিরর চির চিরররররররররর টুইট টুইট সিমান্তরক্ষিদের টুইটার
চখাহা
১০/১২/১০
ঢাকা
জুলেখা নগরের মির্জাঃ
একটা ষাড় এবং ষাড়টার কুজে মাছকন্যা-জ়ূলেখা জনমভর
কুচকুচে কালো ষাড়টার শিংয়ের রং সবুজ
গোলাপিতে গড়াতে গড়তে মাছকন্যা ষাড়টাকে গিলে খেল
কিন্তু সবুজ শিংটা প্রানে ধরাতে মুকুটে পরে নিল
সবুজ শিংয়ের সেই মাছকন্যা-জ়ূলেখা
যেখানেই সাতরায় সেখানেই নোনার ভুরভুরিতে প্রাচিন পাথর
পাথরের ভিতর এক মির্জার আলখিল্লা
আলখিল্লার ভিতর গালিব
গালিবের ভিতর মাছকন্যা-জ়ূলেখা সংশয়ের সিমারেখাতে
নিজেকে ভেবেছিল সমুদ্রের গ্রন্থাগারিক
কিন্তু ঢেউয়ের পর ঢেউ বইয়ের তাকগুলা শুন্য
তাতে অবস্য মাছকন্যা-জ়ূলেখা দমলোনা
নিজেকে সমুদ্রের গ্রন্থাগারিক ভাবাও থামায়ে দিলনা
বরং নিজের ভিতর উধাও ষাড়ের কুজ লেজ পায়েদের
কাছে জানতে চাইলোঃ
ও ষাড় ও ষাড় তুমি কি ডুবাজাহাজ না কি উড়াজাহাজ
উগরানোর চেষ্টা করতেই
পিন্ড পিন্ড ষাড়'টা খুবলে ধরলো মির্জার হৃতপিন্ড
গড়াতে গড়াতে তা একটা অন্ধগলিতে কোমাটোজ়
চারপাশে কয়েক হাজার বছরের সাপলুডু
দান পাশা উলটে কয়েক হাজার বছরের জিবিত মৃত সমস্ত ব্যান্ড পার্টি
সবাই সবার দিকে চোখ গোল গোল
মাছের আশের চশমায় সাটা ক্রিস্টাল কম্পাসগুলা
মাছকন্যা-জুলেখাকে কুজে বয়ে ভেসে যাচ্ছে
সবুজ শিংযের কালোয়াতি ষাড় কিম্বা জুলেখা নগরের মাতাল মির্জা
চখাহা
৮/১২/১০
ঢাকা