Monday 23 April 2012

খুলিতত্ব ৩ ঃ কবিতাঃ বিউটি বোর্ডিং



শামসুর রাহমান শ্রধ্বাভাজনেষু      

বিউটি বোর্ডিং

তার চেয়ে পুরান ঢাকার
বৈশাখি পাঠশালাতেই থাকা ভালো
একটার পর একটা মহল্লা মানে গড়গ্রাম
খাম খুলতেই বরইয়ের স্বাদ বারুদে পাল্টাইলো

উঠানে চাদ-অঙ্গের আলসেতে লবঙ্গের ঝাঝালো ফোড়ন
মনবিবির তুকতাকে বনবিবি-নেকড়িতার নিজস্ব ধরন
বরনের কড়াপাকে ঢাকেশ্বরির জয়ঢাকে ভেজে তারপর আচারের বয়ামে
ওদের দুলানো হবে মৌল্বি-বাজারের ঘাগ্রায়

সময়ান্তরের সুরকি ফাটানো বাক্কু শাহের আখড়ায়
বটের বাকড়ের ঘড় ঘড় ঘড়ঃ
সুয়োরানি দুয়োরানিদের মহান-মুন্ডুকাটা-ধড়
শব্দায় চোখ রাঙ্গায় দাতে দাত কটকটায়

কাটামুন্ডু কাটাধড়ে পাহাড়ের নির্মোকে শিকারকে শানায়
বৈশাখের পুরাটাই কাল্পনিক সঙ্কেতে সান্ধ্য
আচারের বয়ামে নাইলে কেমোনে ঢুকে বিচ্চারের দরুদ
লৌকিকতা বলতে রহমতগঞ্জি রামদায় রগ কাট্টাকাট্টি

বাহাদুর শাহ পার্কেটে আন্ডা গোরার সিপাইদের অশনির ছুট্টাছুট্টি
চর কামরাঙ্গিতে ঝনঝনায় হাজারটা দরমার ঘর
ঠাসাঠাসি অবসরে বক্সিবাজারে ধরো পয়রা কিল্লার মোড়ে মারো পয়রা

পয়রা বেইচা চালাওরে চালাও পয়রাদের প্রাত্যহিক হল্লা

সিমারের খঞ্জর কাটে সদ্য ফোটা পয়রা-মাসুমদের-কল্লা
বেগমবাজারের নিকরে তবুও ট্রান্সের পয়রাদের বাকুম বুকুম
ঝুম ঝুম ঝুম চুম চুম চুম নিপ্পনি ইলেক্ট্রনিক
হাসায় কাদায় প্লাস্টিক পুতুলাদের পিঙ্গল-লিপস্টিক

কথা কম ব্যাথা বেশিঃ
ব্যাথা আরো ছোট ছোট পাথরে গড়ায় ইমামবাড়ায়
আশুরাতে উথলায় চুড়িপট্টির কুট্টি-সুন্দরির-মুখে
হলুদিয়া বরন সোনালির পেজগিতে রেজগির প্রতিকি উরু

ভ্রু-বিলাসিনি মিটফোর্ডে সান্ধ্য-সমন্দরের টস টস টস
আত্তরের নিখোজ রসে সারস-সারসিদের ফুলেল দাম্পত্যের খোজ
ধর্মাধর্মে কমে পুরুষের চর্ম-সুস্থতা
আর পুরুষের সঙ্গদোষে বাড়ে নারির অপ্রকৃতিস্থতা

স্মরনাগতে উদ্ধার যার যার নিজস্ব জান্তবতা
ঐবার নেকড়িতাকে ঐবার বৈশাখের জন্তু-প্রবনতাকে
ঐবার পুরান ঢাকার পরমাত্মাকে দিলাম পুরাটাই
বিবিপরির সুগন্ধি নিশ্বাসে কাঠালিচম্পার পুল্কাপুল্কি বিষে

যা ঘটবার তা ঘটে গেলো সিড়ি কিম্বা লিফটের ব্যাবস্থা ছাড়াই
চামড়ার চোদ্দতলায় দেহঘড়ির পারদাঙ্কে দাউ দাউ দাউ
প্রাচিন বটেশ্বওয়ারে বনঝাউ শনশনালো রাত জাগানিয়া ক্রিং ক্রিং ক্রিং

বিউটি বোর্ডিংয়ে জিং জিং জিং ডাকিন-শিতরাত্রির-বাশঝাড়
মুঘলের হাতিশালায় তান্ডবে ক্ষ্যাপা তরাইর পাহাড়

ও পাহাড় ও ক্ষেপি ও সংক্রান্তির দেশোয়ালি ঘুড়ি
মগদের নেপালি-কুর্কিতে ঢলে আর্মানি-নেকড়িতা
তোমাদের জুলেখার মিতা
ধাঙ্গড়পট্টির ধানকাট্টি ছাড়া বাংলার নববর্ষ বৃথা

যারা আমাদের ভাত গাজায়া মদ বানাইতে দেয়না
তারাই আবার গায়েবানা ক্ষুদ্ররিনের অভিজাত নায়েব
শুদ্রজনের জানাজায় ঠোটের এক কোনায় বলেঃ
শুভ নববর্ষ! আরেক কোনায় আপ্সে উল্টায় দাদনের পাতা

ওগো সাল তামামির হালখাতা ওগো গহিনের শিঙ্গিমাছ
ওগো কচুশাকপাতার ভর্তামাখা বাইদানি বুড়িগঙ্গার বৈঠাভাতি লোকমা
ওগো প্রাচিন বটেশ্বওয়ারে বনঝাউ শনশনালো রাত জাগানিয়া ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
ওগো বিউটি বোর্ডিং ওগো জিং জিং জিং

১৫/০৪/১১
চয়ন
ব্রিটানি

শামসুর রাহমানঃ কবিতা দিয়ে কবিতার রিভিউমত

আলোকচিত্রঃ নাসির আলি মামুন
সৌজন্যঃ ফটোজিয়াম

নাসির আলি মামুনের তোলা পুরা ''বিউটি বোর্ডিং'' এলবামটা এখানে ক্লিকালে দেখতে পাবেন।