Sunday 17 April 2011

প্রমীলা সেনগুপ্তের স্বামীর বাংলাদেশ আগমন সংক্রান্ত


নজরুল ইসলাম, কোলে ছেলে বুলবুল, 
স্ত্রী প্রমীলা ডানে বসে, 
শাশুড়ি গিরিবালা দেবী বায়ে বসে,পেছনে বুলবুলের ধাত্রী


ফতোয়া জারি করে ১৪ বছরের হেনাকে হত্যা করা হয়েছিলো; সে কোন সালে, কোন মাসে? এই শতাব্দীতেই! নিগৃহীত বাউলদের তওবা করানো হলো; তাও এই শতাব্দীতেই!মৌলবাদীদের বর্বর সহিংসতায় হুমায়ুন আজাদ  আক্রান্ত হয়েছিলেন গত শতাব্দীতে!তসলিমার উচ্ছেদও ঘটেছিলো গত শতাব্দীতেই! সহস্রাব্দের পারাপারে বাংলাভাষাভাষি মুসলিম কৌমের কোন কোন গোষ্ঠীর পাশবিকতা লালন, মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, জাহানারা ইমাম এবং সবিশেষে ১৯৭১এর ঈক্ষণগুলার উপরেই কায়েমি আঘাত। 

দৈবের দলন ও নগদানগদি স্লোগান পারায়ে বারবার বিজ্ঞাপিত নন্দনে তৈরি হতে পারে প্রার্থনা, প্রেম ও প্রতিরোধের কালিক-কবিতা-কথকতা! হেনার এলিজির পরেই আমি ডুবে ছিলাম একের পর এক জান্তব-গহন, 'নেকড়িতা আমাদের জুলেখার মিতা' কবিতা সিরিজে! তারপর অকস্মাৎ থিতানো মন্দ্রক্ষনে মুখামুখি হই প্রমীলা সেন-গুপ্তের! হালকা চালে কিন্তু  ন্যগ্রোধের গম্ভীর পরিতাপে লেখা হয় দীর্ঘ কবিতা:

প্রমীলা সেনগুপ্তের স্বামীর বাংলাদেশে আগমন সংক্রান্ত:

লাগসই লাগসই: লেটোর পালাকারের পাগলুটে দেহছন্দে
দেহ-চড়ুইদের সমস্ত মিনিয়েচার অনুভূতি ঝটপটাতেই
পহেলা এপ্রিলের বোকা বোকা সকালে
মনে পড়লো সরপোষ শব্দটা এবং পরক্ষনেই এপ্রিল ফুল

সব্যসাচীর অবতার চয়ন আর খিলখিলের অবতার কঙ্কণ
বাংলো-বাড়ির বারান্দার রেলিংয়ের এই পারে বসে
যমজ ভাইবোন চোখ রেখেছে উঠানে পাতা
স্মৃতিকোনোমিতিজড়িত সরপোষ ফাঁদে
টিকিতে বাধা কাইতন সরপোষটাকে ধরে রেখেছে আড়াআড়ি
অল্প-দুরে কোলের কৃষ্ণ মুহাম্মদের হুটোপুটি হামাগুড়ি

কয়েকটা দেশোয়ালি ঘুড়ি এখানে ওখানে কাটাকাটি খেলো
কয়েকটা চড়ুই সরপোষ তলে ছিটানো খুদকুটা ঠোকরালো
চয়নের সাথে সব্যসাচীর কঙ্কণের সাথে খিলখিলের
ডট ডট ডট সময়ের পাখসাটে সত্বার সুড়ঙ্গপথের চোখাচোখি:
টানটান কাইতনে আচম্বিতে ঢিল ঢিল ঢিল
সাজোয়াল-ফসফেটে নাচে চড়ুইদের প্রাচীন ফসিল

সরপোষ গোলাকার হলেও মায়ের বোটার সাথে কার্বনের সম্পর্কের কারণেই......
গোলাকার
হলেও
মায়ের
বোটার
সাথে
কার্বনের
সম্পর্কের
কারণেই
তা
সঠিক
সমকোণ

একে বলা যেতে পারে সরপোষ-সমকোণ-সমেত-জন্মের-এসিডযজ্ঞ

দ্যাখোই না সাধারণ্যের প্রাজ্ঞতার সংঘটনে
মায়ের বোটার কাছাকাছি কোলের বাচ্চাটার ঠোটের জ্যামিতিক হেলানে
চল্লিশি মন্বন্তরীর মারকুটে কাঁপনে
চড়ুইগুলা এইক্ষনে কিচিরেল ঐক্ষনে মিচিরেল
একটু পুস্পেল একটু রক্তেল কিন্তু কোনোটাই পুরাপুরি না
দুবলা দুবলা পায়ে আধো আধো ছায়াগুলা
পাটকলের হলাহলে না চাইতেও গিলেছে
বেজন্মা আবুল হাশিম জিন্নাদের গোস্তেল রাতিব মাপন
দ্বিজাতিতত্বের মারণ-ফাঁদে ১৯৭১এর হুতাশন

এরোপ্লেন-আবেশে প্রমীলার স্বামী অতঃপর বাংলাদেশে এলো
বাংলাদেশ কি স্বাধীন প্রমীলাকে পেলো

ঢাকার আকাশের উপর বিমানবালা যেইমাত্র ঘোষণা দিলো:
একজন যাত্রী গুরুতরোভাবে অসুস্থ
ডাক্তার নার্স কেউ থাকলে ক্রুদের সাথে যাতে যোগাযোগ করে
প্লেনের মাঝখানের করিডোরে তখন সিজদার ভঙ্গিতে উপুড়
নিউরোন ক্ষয়ে নিষ্ক্রান্ত এক চঞ্চল অসহায় বনসাই
মুসলিম পরিবারে জন্মানো প্রমীলা সেনগুপ্তের জামাই
কিন্তু কখনোই প্রমীলাকে ধর্মান্তরিত হতে বলে নাই

ব্রাভো সতিশ কাঞ্জিলালের চ্যালা ব্রাভো বজলে করিমের ভাতিজা
'মোহাম্মদি' আর 'শনিবারের চিঠি' না থাকলে
চড়ুইদের জীবনে সাম্প্রদায়িকতা প্রকৃতিদত্তভাবেই কাজা কাজা কাজা


চয়ন খায়রুল হাবিব
১৬-০৪-১১
ব্রিটানি