Friday, 30 May 2025

'গাদ্দার' অনুবাদকের সাথে গাদ্দারি কে বেশি করছে?

বিশ্ব সাহিত্য কেন্দ্র, প্রথমা না কি রকমারি?

বাংলাদেশের অভ্যুদয়ের পর অনুদিত বইগুলোর ভেতর অন্যতম জনপ্রিয় বলতে হবে আনোয়ারা বেগম অনুদিত কৃষণ চন্দরের 'গাদ্দার'। এখন আনোয়ারা বেগম পরিচিতি নিয়ে একটা ঝামেলা আছে, সে সুযোগে তার অনুবাদ এন্তার পাইরেসি হচ্ছে। পাইরেটেড কপি অন্য অনুবাদকের নাম বসিয়ে বিক্রি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই বিক্রি কেন্দ্রে, প্রথমা, রকমারি সহ আরো দোকানে অনলাইনে, অফলাইনে। আইন বলে চুরি করা অপরাধ, চোরাই পণ্য বিক্রিও অপরাধ।

Friday, 9 May 2025

পাভলভের কুকুর এবং কাবাব-সাম্প্রদায়িকতা !

ঘুম ভেঙ্গে জানালা খুলে, ডাবল শাটার তুলে দিলাম। বাইরে বিপুল চেস্টনাটের ছড়ানো ডালপালায়, গরম কালের তুমুল ঝকঝকে রোদ, শালিখ-রঙ্গা ছোট-ছোট পাখি ঘাসে লুকানো পোকা খুটে খাচ্ছে। বাতাসে বাচ্চাদের কান্নার মত  সিন্ধু-সারসের টানা ডাক। বিভিন্ন রকম বল দিয়ে আফ্রিকান, এশিয়ান, ইয়রোপিয়ান শিশু, কিশোরেরা এক সাথে খেলছে।