অশনিসংকেত, দুর্ভিক্ষ সিরিজ, আত্মজা ও একটি করবী গাছ
সত্যজিৎ, জয়নুল এবং হাসান আজিজুল হকপ্রাককথন
‘নন্দন বিশ্বমেলা - ২০২৫’এ আমি একটি থিমেটিক কিউরেটিং চিন্তা করছি, যাতে মিশ্রকলার জায়গা থেকে হাসান আজিজুল হক, সত্যজিৎ রায় এবং জয়নুল আবেদিনের কাজের আবহে ১৯৪৩ থেকে ১৯৪৭ সময় পরিক্রমা উঠে আসে। একই ‘নন্দন বিশ্বমেলাতে’ যেরকম বেহুলা থিম কেন্দ্র করে ‘মঙ্গল কাব্য’, জহির রায়হান এবং জীবনানন্দ পাশাপাশি প্রদর্শিত হবে, এই ‘৪৩/৪৭’ থিমটিও তেমন।