Friday, 26 September 2025

সাথীর জন্মদিন, সাথীর শহর, সাথীর স্বাধীনতা......

সাথী, ভালো নাম শাহনাজ পারভীন : 

পাঁচ ফোড়নে উত্তরাধুনিক অমিত্রাক্ষরে!

Doctor Shahnaz Pervin. Nickname, Shathi.

আমি যে সময়, যে আবহে জন্মেছিলাম, সেখানে তেমন কারো জন্মদিন পালন করা হতো না। যে দাদাকে এমন কি আমার দেড় যুগ বয়সে বড় বোনও দেখে নাই, তার জন্মদিন বিপুল ভাবে গ্রামে পালিত হতো সুফি পীর হিসেবে। সরকারি চাকুরি এবং পাসপোর্টের সুবাদে আমার বাবার জন্মদিন থাকলেও পালিত হতো না। আমার মায়ের জন্মদিন আমরা জানি না। আমার যমজ কঙ্কণ এবং আমার জন্মদিন মনে রাখতো একই দিনে জন্ম নেয়া আমাদের মেজো বোন ইভা।