Saturday, 16 August 2025

।।ব্রেখট-এর রচনায় রোজা লুক্সেমবুর্গ।।

বের্টোল্ট ব্রেখটের ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে

রোজা লুক্সেমবুর্গ  ৫মার্চ, ১৮৭ - ১৫ জানুয়ারি, ১৯১৯ 

রোজা লুক্সেমবুর্গ এবং কার্ল লিব্‌নেখট হত্যার নব্বইতম বার্ষিকীতে, ২০০৯ সালে ফওপে শর্মা মূল জার্মান থেকে নিচের লেখাগুলো ইংরেজিতে অনুবাদ করেন। আমি ফওপে শর্মার ইংরেজি থেকে বাঙলা অনুবাদ করেছি। চখাহা।