Wednesday, 23 July 2025

রতন থিয়াম : আচার-সর্বস্ব থিয়েটারের অনন্যতায়।

তুলনা : মধুসূদন, রবীন্দ্রনাথ, বিজয় তেন্ডুলকর, গিরীশ কার্ণাড, সার্ত্রে, কামু, সোয়িঙ্কা

Ratan Thiyam

উপমহাদেশীয় মঞ্চ নাট্য চর্চার অনন্য ব্যাক্তিত্ব মণিপুরি নাট্যকার রতন থিয়াম দেহত্যাগ করলেন ৭৭ বছর বয়সে গতকাল ২৩শে জুলাই, ২০২৫। চিকিৎসাধীন অবস্থায় উনি মারা যান ইমফলের চিকিৎসা বিজ্ঞান ইন্সটিটিউটে।

রতন থিয়াম, যিনি থিয়াম নিমাই নামেও পরিচিত, ভারতের মণিপুর রাজ্যের এক অসাধারণ নাট্যকার, নির্দেশক এবং সংস্কৃতিক চিন্তক। তার নাট্যকলা ভারতীয় ঐতিহ্য, আধ্যাত্মিকতা, দর্শন, এবং সমকালীন রাজনৈতিক চেতনার এক গভীর সংমিশ্রণ। পঞ্চাশের দশকের শেষভাগে জন্ম নেওয়া এই শিল্পী মৃত্যুর আগে, ভারতের অন্যতম প্রভাবশালী নাট্যপরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে গিয়েছেন—তার কর্মে যেমন মণিপুরের মৈতেই সংস্কৃতির গূঢ় ছায়া, তেমনি আন্তর্জাতিক দর্শন ও নাট্যতত্ত্বের সুস্পষ্ট চিহ্ন।