Saturday, 8 March 2025

শকুন্তলা আজকাল ।। মঞ্চ নাটকের একাংশ ।।

বিশ্ব নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে প্রকাশিত। রাজা রবি ভার্মার 'শকুন্তলা' তেলচিত্র  এবং 'রাং রাসিয়া' চলচ্চিত্রের ক্রিটক সহ।


Shakuntala painting by Raja Ravi Varma

'শকুন্তলা আজকাল' আমার সম্প্রতি সমাপ্ত একক অভিনয় ভিত্তিক পাঁচ অঙ্কের পুর্নাঙ্গ নাটক। দুটি চরিত্র এখানে, অরণ্যচারী শকুন্তলা, অধ্যাপিকা মেনকা। নাটকটির প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে দুষ্মন্তের খোঁজে  শকুন্তলার সাইকেডেলিক যাত্রাপথ, পঞ্চম অঙ্কে অধ্যাপিকা মেনকার কাছে ছাত্রছাত্রীদের জমা দেয়া রাজা রবি ভার্মার শকুন্তলা তেলচিত্রের ক্রিটিক এখানে দেয়া হলো। স্বত্ব সংরক্ষিত। চয়ন খায়রুল হাবিব।