Sunday, 18 August 2024

একাঙ্কিকা : তিনটি লাশ এবং একজন প্যাথলজিস্ট!

সেলিম আল দীন (১৮ আগস্ট, ১৯৪৯ - ১৪ জানুয়ারি, ২০০৮), ৭৫তম জন্মদিন উপলক্ষে।

তিনটি লাশ এবং একজন প্যাথলজিস্ট

চরিত্র :

মলি, প্যাথলজিস্ট

হাসপাতাল পরিচালক

তিনটি লাশ, রাহনুমা, মিশুক, পানতোয়া 

হাসপাতালের একটি চেম্বার। শাড়ির ওপর সাদা এপ্রন পরা একজন নারী একটি মাইক্রোস্কোপে চোখ রেখে বসে আছে। পাশে ফোন বাজে। মহিলা ফোন ওঠায়। মহিলার নাম মলি।