ভাস্কর নভেরার জন্ম ওর বাবা সুন্দরবনে কুমির শিকারের সময়
ঢাকার মিরপুরে কুম্ভীর শাহের মাজারের সংলগ্ন পুকুরে
এক বিশাল কুমিরকে সবাই আধ্যাত্মিক মনে করে হাস মুর্গি খাওয়াতো
জিয়ারতকারী এক ম্যাজিস্ট্রেটের বাচ্চা মেয়ে পুকুরের কিনারে দাড়ায়ে
অলৌকিক কুমির লৌকিক শিকারের খেলায় পড়ল ঝাঁপায়
ম্যাজিস্ট্রেটের মেয়েকে নিয়ে চলে গেলো পুকুর তলায়
ম্যাজিস্ট্রেটের হুকুমে জেলেরা জাল পেতে ধরলো কুমির
পিরালির রেওয়ামিল চুকাতে পাঠানো হলো চিড়িয়াখানায়
আলমগীর সাত্তার লিখেছিল 'আইয়ুব খানের কুমির শিকার'
মাইকেল কুমির ঠাকুর লিখেছিল 'কুমির চাষের ডাইরি'
বাংলাদেশে অনলাইনে অফলাইনে সবকিছু ভাবগম্ভির
মুজতবা আলী শিবরাম চক্কত্তির রম্যরচনা কোথাও আর নাই
আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে ছদ্মবেশী অনেক কুমির
ভাস্কর নভেরাকে কাসিমপুর জেলখানায় জিয়ারতে পেতে চাই