Friday 9 October 2015

বাংলা বানানে বিকৃত নোবেলজয়ি Svetlana Alexievich!

সবখানে পেলাম 'সভেতলানা' বা 'সভেটলানা'!স/ভ কে স্প,স্ক জাতিয় যুক্তাক্ষরে টাইপ বাংলাতে এখনো প্রায় অসম্ভব!
যে পুরস্কারের জোরে বাংগালি বিশ্ব দরবারে নিজের কৃষ্টি তুলে ধরতে চায় তা হচ্ছে নোবেল, পেয়েছিল ঈকারসহ রবীন্দ্রনাথ!ঈকার ফেলে রবিন্দ্রনাথ লিখলে বানানবিদ হিন্দু পুরোহিত, মুস্লিম মোল্লা দু'পক্ষ্যই ক্ষেপে যায়।কিন্তু রবিন্দ্রনাথের বাবা, দাদা কেউ হিন্দু বা মুসলিম ছিলো না।রবিন্দ্রনাথের নোবেল প্রাপ্তির পর একশ বছর কেটে গেলো, কিন্তু দুই বাংলার একাডেমি এখনো বিশ্বজনিন বাংলা ফন্ট দিতে পারে নাই।বাংলা একাডেমি ব্যাবহার-বান্ধব ফন্ট দিতে না পারলে কি হবে, মুস্তফা জব্বারের মত সাইবার-ফন্ট-ব্যাবসায়িরা ঠিকই নিজেদের ফন্টের পক্ষ্যে হাইকোর্টের ইঞ্জাংশান জারি করিয়ে বসে আছে!বাংলাদেশের হাইকোর্ট য্যানো বলতে চাচ্ছে, মুস্তফা জব্বারদের হাতেই বর্নমালার সংস্কার হোক এবং বাংলা একাডেমি তা গলধকরন করে তৃপ্তির ঢেকুর তুলছে!
একুশে ফেব্রুয়ারিকে জাতিসঙ্ঘের বিশ্ব-ভাষা-দিবস ঘোষনা কি তাাহলে মুফতে পাওয়া স্বিকৃতি?সার্বজনিন ফন্ট নাই, বানান সংস্কার নাই, নোবেল বিজয়িত বাদ, অন্যের নামও বা্‌দ, নিজের নামের উচ্চারনও ইংরেজিতে বিকৃত করে লিখে বাংগালি!ছবিকে লিখে Chabbi, তার ওপর আছে সংস্কৃত এবং আরবি উচ্চারনের কুলিনতা!ঢাকার, কোলকাতার ইংরেজি বানান সংস্কারের আগেও পেরিয়ে গেছিলো শত বছরের হিনমন্য জগদ্দল!উগ্রতা দিয়ে হিনমন্যতা কাটে না, বরং তা অন্য কোন অবদমনের প্রলেপে রুপান্তরিত হয়!
এ পোস্টটা ২০১৫র নোবেলজয়ি Svetlana Alexievich নিয়ে এন্তার তথ্য দেবার জন্য নয়।সেটা গুগল সার্চ দিলে পাওয়া যায়!বাংলা সার্চে তথ্যের পুনরাবৃতি ও নামের বানানের ভুল উচ্চারন দেখে এটুকু মনে হলো যে পিগমিরা দেহগতভাবে খাটো হলেও কুপমন্ডুক নয়।
সব নোবেলজয়িকে পড়ে ওঠা সবার পক্ষ্যে সম্ভব নয়!কিন্তু বাংলাদেশের কাছাকাছি কর্নাটকের কান্নাডা ভাষাবিদ কালবার্গির হত্যাকান্ডে দুই বাংলার বুদ্ধিজিবিদের নিস্পৃহতা এবং Svetlana Alexievich এর নোবেল জয়ে শুভেচ্ছা জ্ঞ্বাপনে কখনো অর্ধশিক্ষিত, কখনো চালিয়াতি- শর্তাধিনতা বলে দেয় কেন ভাষা সংস্কারের অলসতা গলে ধর্মিয় মৌলবাদ বাংগালি সংস্কৃতির শিকড়ে ফাটল ধরাতে পারে।


চয়ন খায়রুল হাবিব
১০/১০/১৫
ব্রিটানি