ভলুয়া সুন্দরি ও কমলা সুন্দরির আখ্যান অবলম্বনে
নাচঘরে কাচের খড়ম ভাঙ্গিয়া
সিন্ড্রেলা চলিয়া গেলেন গটগটাইয়া
এদিকে রাজকুমার কান্দিয়া হাসিয়া চিল্লাইয়া
ভাত খায় থালাতে শুকনা মরিচ ডলিয়া
কবে আবার আসিবেন সিন্ড্রেলা ফিরিয়া
চিড়িয়াখানাতে যে যার মত রঙ্গিলা কাকাতুয়া
কাকাতুয়া এবং রহমপুরের সিন্ড্রেলা
যাবে কি বলা না কি যাবে না বলা
খড়ম ছিল কাঠের
পা হৈল ফুল কাচ হৈল ফুলদানি ঠাটের
রিক্সাতে মারিয়া পেডাল
রাজকুমারে কিনে সস্তার চাল
আবার আস্তে আস্তে জমায়
নাচঘরের খড়মের দিকে থেকে থেকে চায়
বেড়ার ঘরের ভিত্রে কিভাবে এইটা আইলো
স্বপনে কি আমারে রহমের পরিতে কামড়াইলো
তাকায়ে তাকায়ে দেখি নগরের ঝক্কিমারি
বুড় বুড়া পুরুষের সাথে রাজ্যের যত বেগানা সুন্দরি
কাকাতুয়ারে শিখাইলাম মাইনষের বাকোয়াজ
রিক্সাপ্লেটে আকাইলাম সিন্ড্রেলার নাচঘরের সাজ
অতি অদ্ভুত এক খাল পাড়ে একদিন চেনের গরমিল
বেগানা আউরত বলে চলো ভাই নোয়াখালির ভলুয়ার বিল
বিল চলে চাক্কার আগে
চাক্কার তলে হিল্লিদিল্লি প্যারিস আমস্টার্ডাম জাগে
শোন শোন বন্ধু গন শোন দিয়া মন
সিন্ড্রেলা সুন্দরির কথা করি যে বর্নন ।
হিরন নগর এর মেয়ে সিন্ড্রেলা যাদুকরি
রুপের কথা কি কহিব গুন ছিল তার ভারি ।
রুপও কিন্তু কম নয়
কঠিনরে করে সহজ নাচের তালে জয়
আর হিরন নগরে ছিল এক রাজকুমার
সিন্ড্রেলা সুন্দরির রাহে কাতর ভাবতরংগ বেতার
লাল নিল সবুজ পরির দিঘি দিয়া পাড়ি
পালকি চড়ে যাইতেছিল নিজের বাপের বাড়ি ।
ওই দিঘির পানি দেইখা কইন্যার বড় তৃষ্ণা পায়
পালকিটা থামাইয়া কইন্যা পানিতে নাইমা যায় ।
দিঘির পানিতে কইন্যা যখন রাখল রাঙা পা
জড়াইলো কি এমন পায়ে তে বুঝতে পারল না ।
আরে চুলের মতন ওই না বাধন যখন খুলতে যায়
ছিড়তে গেলে যায় না ছেড়া হইল একি দায় ।
কাটতে আইলো কামার কুমার কুড়াল খোন্তা লইয়া
একে একে ফিরে গেল সবাই বিফল হইয়া ।
এমন কইরা ৩ মাস ৩ দিন গেল যে কাটিয়া
সিন্ড্রেলার ঘুম ভাঙিল কান্দিয়া কান্দিয়া ।
সকলে দেখিল সে আরেক রাজকুমার
পানির তলে বাস করে সে পানিতে রাজ্য তার ।
রিক্সাওয়ালা ডুবুরি হইয়া চুলে দিল টান
সিন্ড্রেলাও পাগল হইল প্যাসেঞ্জারির বিধান ।
মা বাবা স্বামি কইন্যা কান্দিয়া হাসিল
ডুবিলো যে ভলুয়ার বিলে ফিরিলো সে ঢাকার হাতির ঝিলে
চয়ন খায়রুল হাবিব
২৭/০২/১৭
ব্রিটানি
নাচঘরে কাচের খড়ম ভাঙ্গিয়া
সিন্ড্রেলা চলিয়া গেলেন গটগটাইয়া
এদিকে রাজকুমার কান্দিয়া হাসিয়া চিল্লাইয়া
ভাত খায় থালাতে শুকনা মরিচ ডলিয়া
কবে আবার আসিবেন সিন্ড্রেলা ফিরিয়া
চিড়িয়াখানাতে যে যার মত রঙ্গিলা কাকাতুয়া
কাকাতুয়া এবং রহমপুরের সিন্ড্রেলা
যাবে কি বলা না কি যাবে না বলা
খড়ম ছিল কাঠের
পা হৈল ফুল কাচ হৈল ফুলদানি ঠাটের
রিক্সাতে মারিয়া পেডাল
রাজকুমারে কিনে সস্তার চাল
আবার আস্তে আস্তে জমায়
নাচঘরের খড়মের দিকে থেকে থেকে চায়
বেড়ার ঘরের ভিত্রে কিভাবে এইটা আইলো
স্বপনে কি আমারে রহমের পরিতে কামড়াইলো
তাকায়ে তাকায়ে দেখি নগরের ঝক্কিমারি
বুড় বুড়া পুরুষের সাথে রাজ্যের যত বেগানা সুন্দরি
কাকাতুয়ারে শিখাইলাম মাইনষের বাকোয়াজ
রিক্সাপ্লেটে আকাইলাম সিন্ড্রেলার নাচঘরের সাজ
অতি অদ্ভুত এক খাল পাড়ে একদিন চেনের গরমিল
বেগানা আউরত বলে চলো ভাই নোয়াখালির ভলুয়ার বিল
বিল চলে চাক্কার আগে
চাক্কার তলে হিল্লিদিল্লি প্যারিস আমস্টার্ডাম জাগে
শোন শোন বন্ধু গন শোন দিয়া মন
সিন্ড্রেলা সুন্দরির কথা করি যে বর্নন ।
হিরন নগর এর মেয়ে সিন্ড্রেলা যাদুকরি
রুপের কথা কি কহিব গুন ছিল তার ভারি ।
রুপও কিন্তু কম নয়
কঠিনরে করে সহজ নাচের তালে জয়
আর হিরন নগরে ছিল এক রাজকুমার
সিন্ড্রেলা সুন্দরির রাহে কাতর ভাবতরংগ বেতার
লাল নিল সবুজ পরির দিঘি দিয়া পাড়ি
পালকি চড়ে যাইতেছিল নিজের বাপের বাড়ি ।
ওই দিঘির পানি দেইখা কইন্যার বড় তৃষ্ণা পায়
পালকিটা থামাইয়া কইন্যা পানিতে নাইমা যায় ।
দিঘির পানিতে কইন্যা যখন রাখল রাঙা পা
জড়াইলো কি এমন পায়ে তে বুঝতে পারল না ।
আরে চুলের মতন ওই না বাধন যখন খুলতে যায়
ছিড়তে গেলে যায় না ছেড়া হইল একি দায় ।
কাটতে আইলো কামার কুমার কুড়াল খোন্তা লইয়া
একে একে ফিরে গেল সবাই বিফল হইয়া ।
এমন কইরা ৩ মাস ৩ দিন গেল যে কাটিয়া
সিন্ড্রেলার ঘুম ভাঙিল কান্দিয়া কান্দিয়া ।
সকলে দেখিল সে আরেক রাজকুমার
পানির তলে বাস করে সে পানিতে রাজ্য তার ।
রিক্সাওয়ালা ডুবুরি হইয়া চুলে দিল টান
সিন্ড্রেলাও পাগল হইল প্যাসেঞ্জারির বিধান ।
মা বাবা স্বামি কইন্যা কান্দিয়া হাসিল
ডুবিলো যে ভলুয়ার বিলে ফিরিলো সে ঢাকার হাতির ঝিলে
চয়ন খায়রুল হাবিব
২৭/০২/১৭
ব্রিটানি