জাহানারা বেগম জ্যোতি |
উৎসর্গ পত্র
বিড়িখোর সেই রাজকন্যাকে, আম্মা'কে
সকলের গড় আয়ুর চেয়ে এগারো বছর আগে চলে গেলে
চণ্ড সেই ক্যান্সার যন্ত্রণা তোমার চোয়ালে
প্যারালাইজড হয়ে পড়ি ভাবতে গেলে
মন খারাপ হই প্যারালাইজড হই না আসলে
যন্ত্রণা অনেক কম পেতে নিয়মিত গাজা সেবন করলে
সি, এন, এন রিপোর্টে সর্বাধুনিক মেডিকেল সাইন্স তাই বলে