Saturday, 16 November 2024

মিরপুর বোটানিক্যালে সন্ধ্যা

।।দুটি সনেট।।

মিরপুর বোটানিক্যাল। বাঁশ বাগান।

(১)


গাছেদের ঠিকানা কেবল গাছেরা এখন।

মেঘ মেশে অর্কিডে, জানা, অজানা শত শত 

পাখপাখালি হারায় গাছগাছালির সিলুয়েটে

বোটানিক্যাল নেম-প্লেটে লেখা উদ্ভিদের নাম

উদ্ভিদেরা জানে না। যারা জানে বলে দাবি করে, 

সে উদ্ভিদ-বিশারদদের লুকায়ে লুকায়ে, 

তক্ষক, গুই হাটে ইনফ্রারেড লেন্সের গায়ে গায়ে। 

কিন্তু এটা গ্রামীনতা নয়, একটা নাগরিক বাগান।

সন্ধ্যার পর দারোয়ানেরা নিজেদের টর্চের আলো

ভয় পেয়ে মারে রাতচেরা হুইসেল। জিভাগো, লারার 

ঝুঁকিবহুল সঙ্গমে পিপড়া-ভুক বনরুইদের হার্টফেল।

বিজলিও বেঘোর বর্ষাকে ঝাঁপায় 'শক্তি-সাগর' নামে

পুকুর ধারে দেয়াল-পার-হট্টগোল থামায়ে বলছে, 

গেট বন্ধ, এখন কোনো টিকেট বিক্রি হবে না।


মিরপুর বোটানিক্যালস। শাল বন।

(২)


সব শব্দ থেমে থেমে কিছু কিছু শব্দস্বর,

গাছেরা দেখতে এসেছে গাছেদের অভিনয়।

পাতায় পাতায়, লতায় লতায় ঝরাখাতা পা রাখে

পাতাদের মঞ্চে, শরতের শতরঞ্চে, 

পাতারা বুঝতে চায় পরিস্থিতির বয়স,

সুর, জানালা, দরজা, ব্যাল্কনি 

বয়ে আনছে কোন অনাগত প্রতিধ্বনি

রাতের অন্ধকার গলে গলে অপেরা রঙ্গিন।


এখানে তরতাজা মৌসুমি অভিপ্রায়, 

এখানে উড়ে উড়ে ঝরে যাবার জেদ, 

কিন্তু অভিনয়ের অঙ্কগুলো এগোয় 

ক্লাইম্যাক্সের দিকে, চোখে চোখ রেখে।


বন্ধ রেস্তোরার সান্ধ্য উঠানে মুক্ত শালিক, ময়না

জানে না, দেয়ালের ঐ পারে মিরপুর চিড়িয়াখানা।


চয়ন খায়রুল হাবিব 

১৭/১১/২৪

ব্রিটানি, ফ্রান্স


Photography : At Mirpura Botanocal Garden, Dhaka. By Choyon Khairul Habib.