‘শুদ্ধস্বর' প্রকাশনির আহমেদুর রশীদ টুটুলের পেন পুরস্কার প্রাপ্তি সংবাদের প্রাক কথনে ফেসবুক 'জুলেখা সিরাপ' পেইজে সদস্য কুদরত এলাহি লিখেছেন,
''বাংলাদেশের যে ব্যাক্তি সম্প্রতি সবচেয়ে বড় আন্তর্জাতিক পুরস্কার পেল,তাকে নিয়ে আমরা কতটুকু আলোচনা করেছি? কেন করতে চাই নাই? নিরাপত্তা না দেবার লজ্জা থেকে? এ পুরস্কারটি বাংলাদেশের জন্য তিরস্কারও বটে!টুটুলকে শুভেচ্ছা!''