Sunday, 30 September 2018

নাভি সনেট



গাথো গাথো সুন্দর মানুষলো নাভিরত্নের মালা
ঝরে দেহছন্দের  সোনার মুকুল দেহবকুলের তলা
নাভির সাথে  মাতৃছেদনে ঐ না ঐ যে আদি ছন্দপতন
তারপর হামেশা আমাদের কত যে ক্রন্দন আর কুন্দন

Friday, 28 September 2018

সৈয়দ শামসুল হক : যথার্থ ও অযথার্থতা

মার্জিনে মন্তব্য।ভুমিকা।সৈয়দ শামসুল হক।

গতকাল ২৭শে সেপ্টেম্বার ছিলো কিংবদন্তিতুল্য লেখক সৈয়দ শামসুল হকের (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) দ্বিতিয় মৃত্যুবার্ষিকি।সঙ্খেপে ওনাকে ডাকা হতো সৈয়দ হক।

Thursday, 27 September 2018

সনেট : Blue Is The Warmest Colour


ঢাকাই নগরে ওয়েস্টিন নামের এক অভিজাত কন্দর
সেথায় লিলাবতি রংগবতি নিলা ঝাড়বাতি নিলের সুন্দর
একবার ঠাওরে পাই নিল দরিয়ার নিল এক মাছকন্যা
স্বপ্নের শিওর বদলালে সে কন্যার পিঠে নিলপরির ডানা

Sunday, 23 September 2018

উশ্মা স্বরাজ ও সুষমা সনেট




শরতের মৃদু উশ্মা আওয়াজের জমজ বোনের নাম সুষমা স্বরাজ
দুই বোনের ভেতরে বাইরে সুষমা ও উশ্মা সমানেসমান বিদ্যমান

Monday, 17 September 2018

সুচিত্রা কাপকেক সনেট ২ ও ১



।২।

সাহেবদের বানানো কাপকেক মনে ধরেছিলো শান্তিদেবের 
মোহরদির চোখে চোখ রেখে নির্নিমেষে বলেছিলো: পত্রপিঠা

Sunday, 16 September 2018

আম্মাহুজুর বড়দাদি, ছোটদাদির উপকথা

মা মাকড়শা, লুইস ব্যুর্জোয়া

আমার দাদা যেহেতু প্রসিদ্ধ সুফিপির ছিলেন,
তার প্রথম স্ত্রি হিসেবে আমার বড়দাদি ছিলেন বড় আম্মাহুজুর
এবং আব্বাহুজুর স্বামির প্রসিদ্ধির বড় হকদার ছিলেন।
আম্মাহুজুর ব্যাপারটা আসলে মেয়েদের সেই ব্যাকসিট,
যাতে বসার ব্যাপারটা তাদের অনেকভাবে প্র্যাকটিস করানো হয়।

Wednesday, 12 September 2018

কটকটি দিবসের উপকথা


আত্তরের তাকের পাশে ইয়া উচা স্বপ্ন পালঙ্ক
কটকটি দিবসের পরম সব গরমিলিয়া অঙ্ক
কটকটি কিনতে লাগতো খাতাবই পুরান জিনিসপত্র
কটকটি শাস্ত্রে চিচিং-ফাক গেরোস্তালির হিশাবি দানছত্র

Sunday, 2 September 2018

জীবনানন্দকে ধরো কালো জাম বিনয়কে ধরো কালো ভ্রমর

কালো জাম ও কালো ভ্রমরের দ্বিধাদির্ন ফিনান্স!


মেঘ কখনো ধিরে ধিরে কখনো তাড়াতাড়ি সরে 
কিন্তু সরে এবং আকাশের বিস্তির্ন স্বরুপে ফেরে

সরে যাওয়া ঝরে যাওয়া এক নয় আবার রুপান্তরে স্বমিল
কালো জামের সামনে  কালো ভ্রমরের দ্বিধাদির্ন মনোটোন
জীবনানন্দের সংশয়ের মুখে বিনয়ের কবিতার মতোন
জীবনানন্দকে ধরো কালো জাম বিনয়কে ধরো কালো ভ্রমর