Wednesday, 25 April 2012

ঢালি আল মামুনের যে কোন একটা চিত্র প্রদর্শনিতে

নিম্নস্থ লেখাকে কোন প্রদর্শনির রিভিউ বিবেচনা না করাই উত্তম!

জিবিত মাইক্রোফোন।মৃত জনসাধারন।...যে কোন একটা প্রদর্শনিতে শিল্পি ঢালি আল মামুন দর্শকদের কাউকে, কাউকে
বুঝায়ে দিচ্ছিলো ক্যানভাসে সুখ ও দুক্ষ নিয়ে সে কি কি বলতে চেয়েছিলো এবং কেন প্রদর্শনিটার শিরোনাম, ''The Country Of The Rising Sadness''!অল্প দুরে স্পঞ্জের চপ্পল পরা, গ্যালারি-গুদাম-কর্তা নিসার হোসেন সাদা, কালো দাড়িতে ঢাকা তার মিস্টহাশিমাখা ক্ষোমা চুলকাচ্ছিলো।  

Monday, 23 April 2012

খুলিতত্ব ৩ ঃ কবিতাঃ বিউটি বোর্ডিং



শামসুর রাহমান শ্রধ্বাভাজনেষু      

বিউটি বোর্ডিং

তার চেয়ে পুরান ঢাকার
বৈশাখি পাঠশালাতেই থাকা ভালো
একটার পর একটা মহল্লা মানে গড়গ্রাম
খাম খুলতেই বরইয়ের স্বাদ বারুদে পাল্টাইলো

Wednesday, 4 April 2012

মিনার মাহমুদঃ শব্দ-শ্রমিকের যে-সম্ভ্রম সাম্প্রতিকে আত্মঘাতি



নব্বই দশকের শুরুতে দেশ ত্যাগের পর শুন্য দশকের শেষে যে-বাংলাদেশে মিনার মাহমুদ ফিরেছিলো, ১৮ বছরে তার যে অদলবদল তার কতটুকু নারকিয় এবং কাদের কারনে; কতটুকু স্বর্গিও এবং কাদের জন্য; মিনারের ৩ বার জানাজাতে অংশগ্রহনকারিদের কি তা নিয়ে ভাববার কোন অবকাশ ছিলো?