তুর্কি হুজ্জতির ধুন্দুমারে অনেকে হয়ত ভুলে গেছে, কিছুদিন আগে মার্চের শেষদিকে জার্মানির প্রখ্যাত কৌতুকাভিনেতা ইয়ান বোহমারমান তুর্কি রাস্ট্রপতি এরদোগানকে নিয়ে প্রচন্ড বিদ্রুপাত্মক ভাষাতে এক স্যাটায়ার গান হিশেবে প্রচার করেছিল জার্মান টেলিভিশানে, যার মুল প্রতিপাদ্য হচ্ছে,'নুনুর সাইজ ছোট হওয়াতে এরদোগান এতসব জঘন্য দমন, পিড়ন, ধড়পাকড় চালাচ্ছে।' সবাই ভুলে গেলেও এরদোগান ও তার অ্তি-উতসাহি সহচরেরা ভুলে নাই; তারা জার্মান সরকারের কাছে বোহমারমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। স্যাটায়ারটার ইংরেজি, বাংলা তর্জমা দেখা যাক; আরো দেখা যাক এ-ব্যাপারে জার্মান সরকারের প্রতিক্রিয়া!'বাক-স্বাধিনতা' ও 'শিল্পের স্বাধিনতার' আপেক্ষিকতার পটভুমিতেও এই স্যাটায়ার আলোচনা জরুরি!
ত্রা লা লা লা...এখানে থমকে দাড়াবে রঙ্গিলা বাংলা...মুদ্রাফরাশ জোনাকদের দ্বন্দরন জল্লায় চয়ন সিথানে আমি মাইকেল বাজাই...নৈকট্যধামের টাইপো লজবাং বা লজিকাল বাংলাঃ ঈ, ঊ, ণ,চাদবিন্দুর বালাই নাই!মার্জনার তাই তাই তাই, উত্রাই'র ত্রালা লা লা লা...
Saturday, 23 July 2016
এরদোগানের ছোট-নুনু-সমাচার!
তুর্কি হুজ্জতির ধুন্দুমারে অনেকে হয়ত ভুলে গেছে, কিছুদিন আগে মার্চের শেষদিকে জার্মানির প্রখ্যাত কৌতুকাভিনেতা ইয়ান বোহমারমান তুর্কি রাস্ট্রপতি এরদোগানকে নিয়ে প্রচন্ড বিদ্রুপাত্মক ভাষাতে এক স্যাটায়ার গান হিশেবে প্রচার করেছিল জার্মান টেলিভিশানে, যার মুল প্রতিপাদ্য হচ্ছে,'নুনুর সাইজ ছোট হওয়াতে এরদোগান এতসব জঘন্য দমন, পিড়ন, ধড়পাকড় চালাচ্ছে।' সবাই ভুলে গেলেও এরদোগান ও তার অ্তি-উতসাহি সহচরেরা ভুলে নাই; তারা জার্মান সরকারের কাছে বোহমারমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। স্যাটায়ারটার ইংরেজি, বাংলা তর্জমা দেখা যাক; আরো দেখা যাক এ-ব্যাপারে জার্মান সরকারের প্রতিক্রিয়া!'বাক-স্বাধিনতা' ও 'শিল্পের স্বাধিনতার' আপেক্ষিকতার পটভুমিতেও এই স্যাটায়ার আলোচনা জরুরি!
Labels:
তুরস্ক,
বাক-স্বাধিনতা,
বিশ্ব সাহিত্য,
মানবাধিকার,
সেন্সর,
স্যাটায়ার
Wednesday, 6 July 2016
সিরিয়ান কবি এডোনিসের সাম্প্রতিক সাক্ষাতকার
Monday, 4 July 2016
Subscribe to:
Posts (Atom)