Tuesday, 10 April 2018

পিলখানা হত্যাকান্ড থেকে ঢাবি উপাচার্য ভবন হামলা

এবং হালুয়া রুটি মামলাবাজির লুটেরা ব্যাবস্থাপনা।

আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ভবন, এপ্রিল, ২০১৮

অগ্নিকন্যা মতিয়া চৌধুরী সংসদে যথার্থভাবে ঢাবি উপাচার্য ভবনে মুখোশধারি হামলাকারিদের ইতর বলেছেন।মুখোশ না থাকলেও এটা ইতরতা।অগ্নিকন্যা যদি আক্রমনকারিদেরকে বলা ইতরতার  গভিরে যেতে চান, তাহলে দেখা যাবে রাস্ট্র হিসেবে বাংলাদেশ এবং তাতে আসিন সামরিক, বেসামরিক সরকার এই ইতরতার  দায় এড়াতে পারে না।

Friday, 6 April 2018

সালমানকে সল্লু মিয়া বলা কি সাম্প্রদায়িকতা?

কিম্বা পরিবেশবাদি অমৃতা দেবি  কথকথা : ২০ বছর আগে শুটিং এর সময় রাজস্থানে বিপন্ন কালো হরিন শিকারের অপরাধে, বিশ্নোই সম্প্রদায়ের দায়েরকৃত মামলায়, যোধপুরের আদালতে সালমান খানের যে ৫ বছর কারাদন্ড হয়েছে, আর সালমান দন্ড খাটাকালিন জামিনের আপিল করতে যাচ্ছে তা সবার জানা।

মুম্বাইর ফিল্ম ইন্ডাস্ট্রি সালমান ঘিরে বিলিয়ান রুপি লগ্নির অনিশ্চয়তা নিয়েও যে চিন্তিত তাও খবরে এসেছে।মুম্বাইর শিল্পি মহলের নেতৃস্থানিয় জয়া বচ্চনসহ অনেকে এ দন্ডাদেশের বিরোধিতা করেছে, তাও বাসি।সালমানের বিরুদ্ধ্বে ২০ বছর আগে প্রকৃতিজিবি যে বিশ্নোই সম্প্রদায় কালো হরিন ও চিঙ্কারা শিকারের অভিযোগ এনেছিল, তারা কারা, কেন তারা জিব রক্ষাকে ধর্ম মনে করে, জিবহত্যাকারিকে ধর্মনাশি ভাবে, তার মর্মে যাবার চেষ্টা আমাদের পরিবেশবাদি আন্দোলনগুলোকে বেগবান করবে বৈ কি।