Saturday, 17 September 2022

গ্রেসফুল অভিনয়, অভিনেতার স্টেটাস :

রাদ আহমদ ও শাহনাজ জাহানের সাথে কথোপকথন!

'ডৌল : জুলেখার জেরা পর্ব' নাটকে
শিশির রহমান, পারভিন পারু, জুনাইদ ইউসুফ

২০১৮ সালের প্রথম মাসে  ‘ডৌল : জুলেখার জেরা পর্ব’ নাটকটি শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে দেখবার পর কবি রাদ আহমদ একটি বিস্তারিত রিভিউ করেন, যা প্রকাশিত হয় ‘ছাড়পত্র’ ওয়েবজাইনে ১৫ ফেব্রুয়ারি, ২০১৮। একই শো তে দর্শক সারিতে উপস্থিত ছিলেন তখনো চারুকলার ছাত্রী শাহনাজ জাহান, যার রিভিয়ু ছাপা হয় ২৭/১/২০১৮ দৈনিক ‘ভোরের কাগজ’ পত্রিকায়।