আমার সারাজিবনের কাব্যপ্রতিমা জুলেখা।উনিশ বছর বয়সে প্রথম 'জুলেখা সিরাপ' কবিতা লেখার
পর গত দশ বছর ধরে জুলেখাকে ঘিরে একটা ট্রিলজি-কাব্যনাটক লিখছি যার দুটো প্রকাশ হয়েছে।
একজন ইনবক্সে জুলেখাকে বল্লো, 'কাজের বুয়া'!তার দেয়াল আবার কমার্শিয়াল-ছেমরিতে ভরপুর!
গৃহবধুরা যদি কমার্শিয়াল-ভ্যাম্পিশনেস প্রবনতার পাশাপাশি 'কাজের বুয়াদের' যথার্থ মর্জাদা দিতো,
তাহলে 'কাজের বুয়া'টা তাদের ছেলেমেয়ে, স্বামিগন গালমন্দ অর্থে ইনবক্সে ব্যাবহার করতে দুইবার
ভাবতো।