Sunday, 19 July 2015

শবেবরাতের স্বরলিপি

ঢাকার আজিমপুর গোরস্থানের সামনে  বসবাসের সূত্রে শৈশব, কৈশোর, তারুণ্যে দেখা  নিত্যদিনের জানাজা পার্টি, আশুরার মহররমের মেলা, শবেবরাতের  অনুষঙ্গগুলো আমার কবিতাসভায় চুড়িপট্টির দেশজ মাস্তিতে জারিত হয়ে পৌঁছেছে বিশ্বায়িত প্রতীকের শান্ত-মত্ততায়!