Friday, 28 December 2018

নির্বাচনি নিউ ইয়ার্স ইভ ও ট্যাবুগুলো

''ঝুরঝুর ঘুঙ্গুর পতনের শব্দে
সিকি আধুলি খুচরার ব্যাক্তিগত বিজ্ঞাপন
নাগরিক নিওনে ঝলশানো নির্বাচনী দাবাগ্নি ছেড়ে
হাত পা মুখ থুবড়ে ঝাকঝাক ৃহহারাদের দিগ্বিদিক
মেশিনগানের ব্রাশফায়ার :  ৃহযুদ্ধের বিজন সঙ্কেত
হিরার ৌচাক থেকে মধুলোভি শত শত তীর
ভিতরকে টেনে হিচড়ে করেছে বাহির ''** 


এস, এম, সুলতানের একটা কিম্বদন্তিতুল্য তেলচিত্রের বিষয় হচ্ছে  মাথায় ফেট্টি বাধা, ল্যাংগট পরা পেষল পুরুষেরা সড়কি, লাঠি, বল্লম হাতে চর দখলের লড়াইতে মাতোয়ারা!ছবিটা দেখলে মনে হয় 
এক তান্ডবি  গিতিনাট্যের প্যাশনেট কোরিওগ্রাফি।

Saturday, 15 December 2018

জুলেখা ট্রিলজি ও জোয়ান বেজের বাংলাদেশ গান



আমার অপেরাধর্মি 'জুলেখা নাট্য-ট্রিলজি' প্রথম পর্বের ৃঙ্গারি সাইকাডেলিয়া, দ্বিতিয় পর্বে ইউসুফের হাতে জুলেখার পাষবিক জেরা উত্রায়ে শেষ পর্বে গড়িয়েছে রুপকথাধর্মি সাইফাই সাইকোলজিকাল থ্রিলারে।শেষ পর্বে ময়মনসিংহ গীতিকার পাশে এসেছে জাভেদ আখতারের আফরিন আফরিন ও জোয়ান বেজের ১৯৭১ এর মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা ভিত্তিক গান বাংলাদেশ, বাংলাদেশ। এখানে জোয়ান বেজের গানটির অনুবাদ দেয়া হলো।জাগৃতি প্রকাশনী থেকে ২০১৯ এর ঢাকা অমর একুশে বইমেলাতে ট্রিলজিটি একসাথে প্রকাশিত হবে।প্রকাশনা পান্ডুলিপিতে প্রচলিত বাংলা বানান ব্যাবহার করা হয়েছে।স্বাধিনতা দিবস, ২০১৮ উপলক্ষ্যে গানের অনুবাদটি প্রকাশ করা হলো।চখাহা।

Thursday, 6 December 2018

বিশ্বাস ও বাঘ



নিজেকে বিশ্বাসে ধরো দেহমন আরাম পাবে
আমাকে বিশ্বাসে ধরো দেহমন আরাম পাবে
বাঘদের কাছাকাছি যাও আরো কাছাকাছি যাও
মাংসের বিশ্বাসে মাংসাসির সঙ্কোচন কারন পাও

Monday, 3 December 2018

জয়গুন ও আনোয়ারের সিনার্জি


ডলি ইব্রাহিম আনোয়ার হোসেন শ্রদ্ধাভাজনেষু

কয়েকটি গুরুত্বপুর্ন সম্পাদনা করেছি পোস্টটিতে!প্রয়াত ডলি ইব্রাহিমের বারবার নিড় বাধার প্রয়াস,
আত্মহননের সাথে অবসাদ বা অনির্নিত ডি্প্রেশানের সম্পর্ক আছে কি না,সে প্রশ্নটা তুলেছি কবিতার পদে।একই সাথে আনোয়ার হোসেনের  ৈশবের পুরান ঢাকার পটভুমিতে ঢাকাই নাগরিকতার তুরন্ত প্রানস্পন্দন এ-কবিতায় ধরতে চেয়েছি।সাহিত্য থেকে সিনেমার রুপান্তুরে নান্দনিক ও দৃষ্টিকোনগত যোগ, বিয়োগ, গুনভাগের তুলনামূলক বিচ্চারটুকু করেছি প্রানস্পন্দনের সাথে মতবাদের সংঘর্ষ না ঘটিয়ে!চখাহা।

Sunday, 14 October 2018

শৌরীন্দ্রমোহন, অন্নপূর্ণা ও গৌরীপ্রসন্ন



সংগিত ঝর্নাধারার পরম্পরাগত ত্রিভুজের সুরবাহার সঙ্গমে! 

প্রাককথন

আমার জুলেখা নাট্যত্রয়ের বয়ান অংশকে স্বরলিপি নির্ভর 'ভাঙ্গা লিরিক, ভাঙ্গা বয়ান' কেন্দ্রিক অপেরায় রুপান্তরের লক্ষ্যে গত প্রায় দেড় যুগ যে অনুশিলনগুলো করি তার ভেতর অন্যতমো ছিলো বিশ্বায়িত বিচিত্র সনেট প্রকরন  নিয়ে  কাটাছেড়া, আর ভারতিয় রাগশাস্ত্র নিয়ে ৌরীন্দ্রমোহন ঠাকুরের Six Principal Ragas-with a brief view of th Hindu Music. 1876  বইটিতে আত্মস্থতা।নব্বই‍্ দশকে বিভিন্ন সময়,  ৈদিক মন্ত্র শিখতে  ৃন্দাবনে বসবাস ৌরীন্দ্রের কাজ বুঝতে যেরকম, সেরকম  মাইহার ঘরানার আলাউদ্দিন খান কন্যা অন্নপূর্ণা আকা রোশোনারার সুরবাহারকেন্দ্রিক যাপনের আত্মিক উৎসমুখ বুঝতেও সহায়ক হয়।

Saturday, 6 October 2018

রুপবতি রুপবান কুমড়ার ফুল





রুপসিকে কুমড়া ফুলে রুপবান ধরো
তারপর নন্দনের জেন্ডার নির্নয় করো

Wednesday, 3 October 2018

আফরিন আফরিন

নুসরাত ফতেহ আলি খান আনপ্লাগড



জাভেদ আখতারের লেখা, নুসরাত ফতেহ আলি খানের সুর দেয়া, গাওয়া, আফরিন আফরিন গানটিকে মুল উর্দুর যথাসম্ভব কাছাকাছি রেখে বাংলাতে রুপান্তর করা হলো।আফরিনের জায়গাতে জুলেখা, জুলেখা বসিয়ে গানটি হুবহু বাংলা অনুবাদে আমার 'জুলেখা নাট্যত্রয়ি'র  শেষ পর্বে ব্যাবহার করবো।

Sunday, 30 September 2018

নাভি সনেট



গাথো গাথো সুন্দর মানুষলো নাভিরত্নের মালা
ঝরে দেহছন্দের  সোনার মুকুল দেহবকুলের তলা
নাভির সাথে  মাতৃছেদনে ঐ না ঐ যে আদি ছন্দপতন
তারপর হামেশা আমাদের কত যে ক্রন্দন আর কুন্দন

Friday, 28 September 2018

সৈয়দ শামসুল হক : যথার্থ ও অযথার্থতা

মার্জিনে মন্তব্য।ভুমিকা।সৈয়দ শামসুল হক।

গতকাল ২৭শে সেপ্টেম্বার ছিলো কিংবদন্তিতুল্য লেখক সৈয়দ শামসুল হকের (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) দ্বিতিয় মৃত্যুবার্ষিকি।সঙ্খেপে ওনাকে ডাকা হতো সৈয়দ হক।

Thursday, 27 September 2018

সনেট : Blue Is The Warmest Colour


ঢাকাই নগরে ওয়েস্টিন নামের এক অভিজাত কন্দর
সেথায় লিলাবতি রংগবতি নিলা ঝাড়বাতি নিলের সুন্দর
একবার ঠাওরে পাই নিল দরিয়ার নিল এক মাছকন্যা
স্বপ্নের শিওর বদলালে সে কন্যার পিঠে নিলপরির ডানা

Sunday, 23 September 2018

উশ্মা স্বরাজ ও সুষমা সনেট




শরতের মৃদু উশ্মা আওয়াজের জমজ বোনের নাম সুষমা স্বরাজ
দুই বোনের ভেতরে বাইরে সুষমা ও উশ্মা সমানেসমান বিদ্যমান

Monday, 17 September 2018

সুচিত্রা কাপকেক সনেট ২ ও ১



।২।

সাহেবদের বানানো কাপকেক মনে ধরেছিলো শান্তিদেবের 
মোহরদির চোখে চোখ রেখে নির্নিমেষে বলেছিলো: পত্রপিঠা

Sunday, 16 September 2018

আম্মাহুজুর বড়দাদি, ছোটদাদির উপকথা

মা মাকড়শা, লুইস ব্যুর্জোয়া

আমার দাদা যেহেতু প্রসিদ্ধ সুফিপির ছিলেন,
তার প্রথম স্ত্রি হিসেবে আমার বড়দাদি ছিলেন বড় আম্মাহুজুর
এবং আব্বাহুজুর স্বামির প্রসিদ্ধির বড় হকদার ছিলেন।
আম্মাহুজুর ব্যাপারটা আসলে মেয়েদের সেই ব্যাকসিট,
যাতে বসার ব্যাপারটা তাদের অনেকভাবে প্র্যাকটিস করানো হয়।

Wednesday, 12 September 2018

কটকটি দিবসের উপকথা


আত্তরের তাকের পাশে ইয়া উচা স্বপ্ন পালঙ্ক
কটকটি দিবসের পরম সব গরমিলিয়া অঙ্ক
কটকটি কিনতে লাগতো খাতাবই পুরান জিনিসপত্র
কটকটি শাস্ত্রে চিচিং-ফাক গেরোস্তালির হিশাবি দানছত্র

Sunday, 2 September 2018

জীবনানন্দকে ধরো কালো জাম বিনয়কে ধরো কালো ভ্রমর

কালো জাম ও কালো ভ্রমরের দ্বিধাদির্ন ফিনান্স!


মেঘ কখনো ধিরে ধিরে কখনো তাড়াতাড়ি সরে 
কিন্তু সরে এবং আকাশের বিস্তির্ন স্বরুপে ফেরে

সরে যাওয়া ঝরে যাওয়া এক নয় আবার রুপান্তরে স্বমিল
কালো জামের সামনে  কালো ভ্রমরের দ্বিধাদির্ন মনোটোন
জীবনানন্দের সংশয়ের মুখে বিনয়ের কবিতার মতোন
জীবনানন্দকে ধরো কালো জাম বিনয়কে ধরো কালো ভ্রমর

Saturday, 25 August 2018

।।কঙ্কলিলা কবিতা সিরিজ ১০।।

বাঙ্গালি নারির কি আসলেও কোন দেশ নাই?  
তসলিমা নাসরিনের পঞ্চান্নতমো জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে



শ্রিমঙ্গল থেকে আসামের পাহাড়্গুলো আমাদের চায়ের পেয়ালা
চা বাগানগুলো  ওখানে অনেকদিন আর  ৈথিলি কু্লিরাও
প্রবল   ৃষ্টিতে কথ্যক নেচে একটি কুড়ি দুটি চায়ের পাতায়
খোলে ৈষম্যের হালখাতা : অনিতা এসে বসে নিতার পাশে

Tuesday, 21 August 2018

।।কঙ্কলিলা কবিতা সিরিজ ৯।।

রেডিও খোশমেজাজ


ভয়হারানিয়া বাগানে পেলাম চিরস্থায়ি মালির চাকুরি
কখনো মালুম কখনো বেমালুম আজগুবিনিয়োগকারি

ধরাচুড়াসহ এক শুন্যচারি প্যারাসুট নামালো বাগানে
নিয়োগকারি মানিকগঞ্জি পনির ছড়ায় বাকেরগঞ্জি বেগুনে

শুন্যচারি শুধায় দেশ কোথায় গো
সেন্সরে চক্ষুস্মান হেথায় হোথায় কানামাছি ভো ভো

Friday, 10 August 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৭ ।।

 ম্যাগনোলিয়া সনেট : শহীদ কাদরীর জন্য
 

ম্যাগনোলিয়া সাদা শাড়িটা পরলা
হয়তো সবচেয়ে ভালোভাবে পরা হলো না
আলুথালু খুলেখুলে যাচ্ছেমতন
কিন্তু উপহারে সচেতন কিন্তু শহীদ কাদরীর জন্য

Sunday, 29 July 2018

গরমকালের নরম জার্মান কবিতাগুচ্ছ


জার্মান ভাষার বিভিন্ন সময়খন্ডের পাচ প্রধান কবির গরমকাল বিষয়ক কবিতা। জার্মান ভাষা জানিনা। মূল জার্মানের সারাংশ শুনে নিয়েছি প্রাথমিক জার্মান জানা ছেলের কাছে, তা মিলিয়েছি ইংরেজি অনুবাদের সাথে। হুবহু অনুবাদ না করে, কালচিহ্নিত কাব্যধারার আবহ বজায় রেখে, নিজের মত সাজিয়েছি বাংলাতে।চখাহা।

Tuesday, 24 July 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৬।।

লাবন্য ও বন্য ললিতকলা সেমিনার


২৫শে জুলাই ২০১৮ সারারাত আমার ঘুম হয় নাই
ঘুম ভেঙ্গে আমি কি লাবন্য না কি বন্যতা
না কি উভয়ের কাছে যাবো

Thursday, 19 July 2018

ক্ষুধিত পাষাণ দেশে, বিদেশে!

Or Last Year at Marienbad


কেন?জুলেখা ট্রিলজি  সমাপ্তির পাঠপ্রস্তুতি ও মঞ্চের প্রায়োগিক অনুশিলনে, ময়মনসিংহ গীতিকা যেরকম, সেরকম রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ, কঙ্কালের  পাশাপাশি কাফকার মেটামরফোসিস ও  এলা রেনে নির্দেশিত ফরাসি চলচ্চিত্র  L'Année dernière à Marienbad ( Last Year at Marienbad ) খোড়াখোড়ি  প্রয়োজন হয়।

Tuesday, 17 July 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৫।।

কঙ্কাল ও চুমুকঙ্কাল 


একটা ঋতুর অন্তরঙ্গে আরেকটা ঋতুর বহিরংগ
ভেন্টিলেটারের আলো আধারিতে চড়ুইদের যড়যন্ত্র
একটা খামের ভেতর একটা চিঠির হাহাকারি অংগ
গতকালকের লাল ডাকবাক্সে  কঙ্কলিলার কঙ্কালমন্ত্র

Friday, 13 July 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৪ ।।

জাকেরগন যখন কঙ্কলিলা মঞ্জিলে হারালো

আশাপূর্ণা দেবী (৮ই জানুয়ারি, ১৯০৯ – ১৩ই জুলাই, ১৯৯৫) প্রয়ান দিবস উপলক্ষ্য উপকথা :

গোলক ঢাকার পুরি প্রথমে বন্দনা করি
তার মধ্যে যাপনে উদযাপনে বন্দি বাংলার জাকেরগন
মালতিচাপার বন্দি* গাই পয়লা বৈশাখের বন্দি গাই
যার থেকে জন্ম পাই স্বপ্নদুস্বপ্নবাজির সৃজন কারন

Thursday, 5 July 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৩ ।।

কাফকার পুতুল*, কুড়ানো কেতলি ও পত্রসরসি উপকথা




























গতরাতে ময়লা ফেলবার সময় তলকুঠুরির বাতিল জঞ্জালে
লাল সিরামিকের একটা ঢাকনাবিহিন কেতলি কুড়ায়ে পেলাম

Wednesday, 27 June 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ২ ।।

সনেট : ইয়াদ পিয়া কি আয়ে
Or The Deatails Of Plant Simplicity And Root Compexities!



রুপনারানের কুলে  মিথ্যামিথ্যি ঘুমে সত্যাসত্য স্বপনে
আবারো সত্যাসত্য ঘুমে আবারো মিথ্যামিথ্যি স্বপনে
জাগে ভাসে মরে  মৃদুমন্দ নারিকেল-জিঞ্জিরা-দ্বিপ
সাগর-কুসুম স্বরে নয় বছুরে প্রানের অর্বুদ প্রবাল-পলিপ

Saturday, 26 May 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ১ ।।

বলেরো : রক্তচাপ প্রশমনের সনেট





























এখানে একত্র সুন্দর এক পুকুর কঙ্কলিলায় উপুরমুখি
বৃষ্টি ও শাপলা ফোটায় ফ্ল্যামেঙ্কো তর্জনে বর্ষার মল্লার

Tuesday, 10 April 2018

পিলখানা হত্যাকান্ড থেকে ঢাবি উপাচার্য ভবন হামলা

এবং হালুয়া রুটি মামলাবাজির লুটেরা ব্যাবস্থাপনা।

আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ভবন, এপ্রিল, ২০১৮

অগ্নিকন্যা মতিয়া চৌধুরী সংসদে যথার্থভাবে ঢাবি উপাচার্য ভবনে মুখোশধারি হামলাকারিদের ইতর বলেছেন।মুখোশ না থাকলেও এটা ইতরতা।অগ্নিকন্যা যদি আক্রমনকারিদেরকে বলা ইতরতার  গভিরে যেতে চান, তাহলে দেখা যাবে রাস্ট্র হিসেবে বাংলাদেশ এবং তাতে আসিন সামরিক, বেসামরিক সরকার এই ইতরতার  দায় এড়াতে পারে না।

Friday, 6 April 2018

সালমানকে সল্লু মিয়া বলা কি সাম্প্রদায়িকতা?

কিম্বা পরিবেশবাদি অমৃতা দেবি  কথকথা : ২০ বছর আগে শুটিং এর সময় রাজস্থানে বিপন্ন কালো হরিন শিকারের অপরাধে, বিশ্নোই সম্প্রদায়ের দায়েরকৃত মামলায়, যোধপুরের আদালতে সালমান খানের যে ৫ বছর কারাদন্ড হয়েছে, আর সালমান দন্ড খাটাকালিন জামিনের আপিল করতে যাচ্ছে তা সবার জানা।

মুম্বাইর ফিল্ম ইন্ডাস্ট্রি সালমান ঘিরে বিলিয়ান রুপি লগ্নির অনিশ্চয়তা নিয়েও যে চিন্তিত তাও খবরে এসেছে।মুম্বাইর শিল্পি মহলের নেতৃস্থানিয় জয়া বচ্চনসহ অনেকে এ দন্ডাদেশের বিরোধিতা করেছে, তাও বাসি।সালমানের বিরুদ্ধ্বে ২০ বছর আগে প্রকৃতিজিবি যে বিশ্নোই সম্প্রদায় কালো হরিন ও চিঙ্কারা শিকারের অভিযোগ এনেছিল, তারা কারা, কেন তারা জিব রক্ষাকে ধর্ম মনে করে, জিবহত্যাকারিকে ধর্মনাশি ভাবে, তার মর্মে যাবার চেষ্টা আমাদের পরিবেশবাদি আন্দোলনগুলোকে বেগবান করবে বৈ কি।

Tuesday, 27 March 2018

শাড়ি সেলসম্যানের জন্য সনেট

Himanshu Verma, AKA the Indian Saree Man with friend

শাড়িতো নিজেই একটা মনোরম দেহ
পুরুষটিকে প্যাচালো শরতের দ্বিধামুগ্ধ কাঞ্জিভরম
সামনে বসা রমনিরা তাকাচ্ছে কৌতুকে নরমশরম 
জমিন আচলে নক্সিকাটা পৌরুষের বহিরাঙ্গিক নির্বাহ

Sunday, 11 March 2018

পেয়াজ কাটার দৃশ্য


কিম্বা ওকাম্পো, রবীন্দ্রনাথের পেয়াজি রিওয়াজ 

পেয়াজের ছোক্লা ছেলার সময় কতরকম অনুভুতি জাগে
'আইসো আইসো প্রানের পেয়াজ বইসো বটির কাছে
দেখিব তোমার দেহে কতরকমের ঝাজ আছে'*
ওজু শেষে কিল্লা মোড়ে গোলাপি পিয়াজু সিরিয়াল হালাল ফায়ারিং

Thursday, 8 February 2018

ভাষা : ইউজার ফ্রেন্ডলি বনাম হুমকি প্রেমিস

চিত্র, এমি জুড
জুলেখা সিরাপ এডমিন থেকে তৃণা রাব্বানি ভাষার মাসে ভাষা নবায়নি   শিরোনামে ৫টা লিঙ্ক দিয়েছেন।সেগুলো পড়ে শাহাব আহমেদ নিবিড় যে মন্তব্যগুলো করেছেন, তার সবগুলো আরো আলোচনার সম্ভাবনা তৈরি করে।

Wednesday, 17 January 2018

এনফোর্সড ডিসেপিয়ারেন্স অফ যশোর রোডের গাছগুলা



একটা গা ছমছম সাস্পেন্স
'গুম' হচ্ছে জাতিসংঘের অভিধান অনু্যায়ি এনফোর্সড ডিসেপিয়ারেন্স
ব্যাক্তির যে নিখোজে থাকে আমলাতন্ত্রের বিচারবহির্ভুত হাত
গাছের বিনাশেও চলে অজ্ঞাতনামা গাছেদের গায়েবি মোনাজাত

Saturday, 6 January 2018

 
 ''লো ভাষা, পীড়িতে তোমা গড়িল যে আগে  
......চীন-নারী-সম পদ কেন লৌহ ফাঁসে ?''**