![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA4rqAoKY4xbOdCwfqSQHSjet0dBtXK7iRpbGbm7So630jZSLKr4g9G3fO4uIeZQseICPzrK2kFqod8Nxt_9LqgX7XXe2F7PQwrNMPlhsVnVXrexAmVmaJ_aUbG-YQcDLOUWVqG7xWYZU/s400/Loch-Ness-Monster.jpg)
"এমনি বড় সে মাছ এমনি বড় তার আশ
ঢাকাতে তা থেকে বানানো হত সতরঞ্চের তাস"
মছলি খেকো বাঙ্গালের ওপর বেশ মজা নিয়েছিল
শাহ জালাল, শাহ পরান, সুলতান শাহ বলখির দল
চাউর করেছিলঃ
সন্দিপে এসেছে ওরা মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়
চাপাবাজির আক্কেল সেলামিও দিয়েছিল মাছের সওয়ারিরা
লগারিদমের যাদুকর পোসাইডনের বংশধরদের হাতে
কেন জানি আলিবর্দির নাতি সিরাজের নাম শুনলেই
মেজাজ খারাপ হয়ে যায় আমার
সিরাজোদৌলার সাথে বংগবন্ধুর তুলনাও
আমার ভাল লাগে না
একুশে ফেব্রুয়ারি ব্যপারটাইত
মাছের সওয়ারি আরব ব্যপারিদের ওপর এক হাত নেয়া
গৌড় গোবিন্দ আর পরশুরামকেও ফেরত চাই না
মাছের সওয়ারিদের মামদোবাজিও মানি না
তিস্তা থেকে রামগঙ্গায়
মিঠা পানির মহাশির মাছ
ঘেরজাল পার হয়ে ফিরুক বোধগয়ায়
চয়ন খায়রুল হাবিব
সেপ্টেম্বার ২০০৮